Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা
#গদ্যকবিতা_মানুষ_চাই
#কলমে_মলয়_বাগচী
#তারিখ_৩১_০৭_২০২০

দেবতা নয়,মানুষ চাই,মানুষ।
নিখাদ প্রেমের মানুষ,
যার ভালোবাসা হবে নির্বিশেষ,
জাতি,গোত্র,সম্প্রদায়,বর্ণভেদের উর্ধ্বে।
ঠিক সেরকম  মানুষ।
যার কর্ম শিখাবে…


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা
#গদ্যকবিতা_মানুষ_চাই
#কলমে_মলয়_বাগচী
#তারিখ_৩১_০৭_২০২০

দেবতা নয়,মানুষ চাই,মানুষ।
নিখাদ প্রেমের মানুষ,
যার ভালোবাসা হবে নির্বিশেষ,
জাতি,গোত্র,সম্প্রদায়,বর্ণভেদের উর্ধ্বে।
ঠিক সেরকম  মানুষ।
যার কর্ম শিখাবে ভালোবাসার কথা,
যার কাছে চাইতে হয় না,পূজা দিতে হয় না,
হয় না আহ্বান করতে।
এমন হৃদয়বান মানুষ,
যে দুঃখি,মৃতপ্রায় ভুখার নরক যন্ত্রণায়  নিজেই বিগলিত হন,
তুলে নেয় বুকে।
মায়ের মতো সেবা ভালোবাসা দিয়ে,
সার্থকভাবে বাঁচার সুযোগ করে দিতে পারে,
এমন মানুষ চাই।
যারা বাঁচতে অক্ষম,তাদের মৃত্যুর আগে স্নেহের পরশ
দিতে পারে।
হ্যাঁ,আমি যে মানুষে কথা বলতে চাইছি তিনি মাতা তেরেসার মতো,
যদি একটা থাকে।
যিনি স্বর্গীয় ভালোবাসা রোগাক্লিষ্টদের আশ্রয় দিয়ে সেবা করেবেন,
এমন মানুষ চাই।
যিনি চিরন্তন মাতার মূর্তি,
প্রেমের দেবতা,
তার মতো হৃদয়বান মানুষ।
আমি দেবতা চাই না,
মানুষ চাই।
এমন মানুষ যাঁর কাছে হাত পাততে হয় না,
যাঁর প্রাণ কাঁদে,
পাশে দাঁড়িয়ে, নিজের কাঁধে তুলে নিয়ে সেবা করে।
এমন মানুষ দরকার।

চেয়ে দেখো,
আজও কত পথে পড়ে আস্তাকুঁড়ে মানুষ মরে,
যার পাশ দিয়ে রাজা ধূলো উড়িয়ে গাড়ি করে
জনসভায় উন্নয়নের ভাষণ দিতে যায়।
রাস্তায় পড়ে থাকা মানুষ কি দেশের উন্নয়নের অংশ নয়?
কেবল নিজেদের শ্রেষ্ঠত্বের  ঢোল পিটিয়ে বেড়ালে
মানুষের কি আসে যায়?
হৃদয়হীন মানুষে ভরে গেছে সমাজ,
কত কিছুর অনুসারী অনেকে  হয়,
দল গঠন হয় কত,
মাতা তেরেসার অনুসারী নেই কেন?

হৃদয়ে যদি এমন প্রেম না থাকে,
কিসের উপাসনা?
দৃশ্যমান ভগবানের আসনে ক্লিষ্টদের বসিয়ে মাতা তেরেসার যেমন করেছেন সেবা,
তেমন সেবা।
পাথরে বীজ যেমন অঙ্কুরিত হয় না,
মানব প্রেমহীন  নিষ্ঠুর মানুষ তেমন।
ভালোবাসা দিয়ে  পথের নিরন্ন মানুষের সেবা করতে  মন কাঁদবে,
সেবা,স্বর্গীয় ভালোবাসা দিতে, যত্ন দিতে
যাদের প্রাণ কাঁদবে,
এমন মানুষ চাই।
দেবতা মতো বরদাতা নয়,
মানুষ চাই,মানুষ,
নিখাদ প্রেমের মানুষ।

@স্বত্ত-সংরক্ষিত@