Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

# দৈনিক সেরা কলম প্রতিযোগিতা- --পর্ব- -31
# বিভাগ ---কবিতা
# শিরোনাম- -- স্মৃতির অস্তিত্বে বাঁচা
# কলমে---- রত্না পাল
# তারিখ- --- 31*7*2020
___________@___________

সবকিছু ফুরিয়েছে ভাবি যদি , তবু রয়ে যায় --
ভালোলাগাগুলি আলোর দিশ…


# দৈনিক সেরা কলম প্রতিযোগিতা- --পর্ব- -31
# বিভাগ ---কবিতা
# শিরোনাম- -- স্মৃতির অস্তিত্বে বাঁচা
# কলমে---- রত্না পাল
# তারিখ- --- 31*7*2020
___________@___________

সবকিছু ফুরিয়েছে ভাবি যদি , তবু রয়ে যায় --
ভালোলাগাগুলি আলোর দিশা হয় বাঁচার আশায় ।
কল্পনায় বিলাসী হয়ে আগামীতে শুধু বাঁচা
লিপিবদ্ধ করে রাখা তাই  শব্দসম্ভারে সাজিয়ে  ।
ফেলে আসা অস্তিত্বরা ভাঙা তাসের ঘর
অতীতের সব আলো নেভা তবু আলোর প্রত্যাশা ।
যেখানে যতো দিয়ে গেছি কতো না শ্রম --
আজ সব অপচয় শুধু মনে হয় ।
জীবনের সব চাওয়া পাওয়াগুলো
স্বাদ গন্ধ স্পর্শহীন এখন ।
রয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে কিছু মৃয়মাণ আলোর মতো
 কুঁড়িয়ে পাওয়া  অমূল্য কিছু   স্মৃতি ।
বেলা শেষে ভাঙা হাঁটে রয়ে গেছে
অবহেলিত স্পন্দন ।
স্মৃতির অস্তিত্ব কোথায় খুঁজি বলো তো !
যদি জীবন না বহন করে !
জীবনকে তাই ভালোবেসে ফেলি স্মৃতির মায়ায় --
জীবনের উপহারের আস্বাদনে ।
ওটাই কেবল এক আলোকিত উৎস এখন --
জীবনে বেঁচে থাকার জন্য ।
_____________@_______________