Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#বেহায়া_প্রণয়
শ্রাবণ ক্যালেন্ডারে ভিত গড়তেই বাদলের পথ চলা শুরুমেঘের সিঁড়িতে ওঠানামা তারযখন বৃষ্টিরা কল্পতরু।
বর্ষার কাজল প্রেয়সীর চোখেআকাশের ভ্রুতে ভাঁজমেঘমল্লারে গমকে গমকে শুনায়ক্রোধিত আওয়াজ। 
আধভাঙা চাঁদ, ঝিলমিল তারাআসমানি চুম্বকে…

 


#বেহায়া_প্রণয়


শ্রাবণ ক্যালেন্ডারে ভিত গড়তেই 

বাদলের পথ চলা শুরু

মেঘের সিঁড়িতে ওঠানামা তার

যখন বৃষ্টিরা কল্পতরু।


বর্ষার কাজল প্রেয়সীর চোখে

আকাশের ভ্রুতে ভাঁজ

মেঘমল্লারে গমকে গমকে শুনায়

ক্রোধিত আওয়াজ। 


আধভাঙা চাঁদ, ঝিলমিল তারা

আসমানি চুম্বকে

কালো মেঘের বেণীতে জড়িয়ে,

দোলে আঁধারের বুকে।


শ্রাবণের জল নীল ঢাকা মেঘে

যদি অঝোর ধারায় বয়

সাগরের ঢেউ, লবন সোহাগে 

খোঁজে বেহায়া প্রণয়!


করে সে রচনা নব মেঘদূত

বিরহী যক্ষ সাজে? 

পত্র পাঠাতে ডাকে বলাকারে

রাত্রির খাম্বাজে?


বর্ষণ মুখর নদীতটের

অশ্রুত অহংকারে

মজবুত ভিতে মিথ গড়ে দেয়

শ্রাবণ, ক্যালেন্ডারে।


.....শম্পা