দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা - ভালোবাসার শামিয়ানা বিভাগ - গদ্য কবিতা কলমে - স্বপন গায়েন তারিখ – ১২/০৮/২০২০ ************************** বৃষ্টির ফোঁটায় আছে ভালোবাসার সুগন্ধ চোখের পাতা ছুঁয়ে নেমে যাচ্ছে ওষ্ঠের বারান্দায় তৃষ্ণার্ত দু…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা - ভালোবাসার শামিয়ানা
বিভাগ - গদ্য কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ – ১২/০৮/২০২০
**************************
বৃষ্টির ফোঁটায় আছে ভালোবাসার সুগন্ধ
চোখের পাতা ছুঁয়ে নেমে যাচ্ছে ওষ্ঠের বারান্দায়
তৃষ্ণার্ত দুটি ওষ্ঠের আকুতিতে ভিজছে ভালোবাসা।
শ্রাবণের অন্তিম লগ্নে এসে হাজির শরতের রোদ্দুর
কোথাও বন্যা আবার কোথাও খরা -
প্রকৃতির এমন পাগলামিতে দিশেহারা মানুষ।
তবুও ভালোবাসার শামিয়ানায় পাগলামি চিরকাল
বৃষ্টি ভেজা শ্রাবণে প্রেমিক প্রেমিকা খুঁজে ফেরে একটু আস্তানা
ভালোবাসার মায়াজালে আবদ্ধ হতে চায় দুটি মন।
আকাশ জুড়ে শ্রাবণ মেঘের ঘনঘটা -
কখনো নামছে মুষলধারে আবার কখনো বা ঝিমঝিমিয়ে
শরীর ভিজছে মনও ভিজছে তবুও নেই পরোয়া ...
অনন্ত পথ পেরিয়ে যেতেই হবে তাদের
যারা ভালোবাসায় হাত ধরে হাঁটছে যুগ যুগ ধরে
ভালোবাসা কখনও মরে না, ভালোবাসা বেঁচে থাকে ভালোবাসার অমর বন্ধনে।
******