Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কল্পলোকের তুমি হিল্লোল তালুকদার   
তোমার কথা লিখতে গেলেই থেমে যায় আমার কলম, অদ্ভুত অবসন্নতায় ডুবে যাই তোমার মাঝে , তোমায় নিয়ে ভাসতে থাকি কল্পলোকে।  কখনো  তোমার খোলা চুলের ঢেউ দেখি,কখনো বা বিনুনি বাঁধা চুলে গুঁজে দেই সদ্য ফোটা কা…

 


কল্পলোকের তুমি

 হিল্লোল তালুকদার   


তোমার কথা লিখতে গেলেই থেমে যায় আমার কলম, 

অদ্ভুত অবসন্নতায় ডুবে যাই তোমার মাঝে , 

তোমায় নিয়ে ভাসতে থাকি কল্পলোকে।  

কখনো  তোমার খোলা চুলের ঢেউ দেখি,

কখনো বা বিনুনি বাঁধা চুলে গুঁজে দেই সদ্য ফোটা কাঁটালচাঁপা, গোলাপ, বকুল নয়ত বেলী। 

নীল শাড়ীতে তুমি অপ্সরী, লালে তুমি অনন্যা, হলুদে তুমি স্বপ্নচারিণী, সাদায় তুমি দেবকন্যা।   

আমি কান পেতে শুনি তোমার চুড়ির আওয়াজ, আমি থমকে যাই যখন চোখ বন্ধ করে শুনি, শুকনো পাতায় হেঁটে চলা তোমার নূপুরের নিক্কন।  আমি স্থির চোখে তাকিয়ে দেখি তোমায়,

যখন গোধূলিবেলায় চুরি করে আনা লাল আভা মাখিয়ে দেই তোমার কপোলে।    

লজ্জারাঙা হাসি ঢেউ তোলে আমার প্রেমের সাগরে।  

আমাকে অস্থির করে তোমার কাল্পনিক উষ্ণতা, আমাকে ভালবাসতে শেখায় তোমার স্পর্শের পেলবতা।  

আমি তোমায় নিয়ে হেঁটে চলি শতসহস্র মাইল পথ, যে চলায় আমার হাতের তালুতে থাকে,

তোমার বিশ্বাস আর ভরসার হাত। 

আমি তোমায় দেখি, চাঁদের আলোয়,    

যেখানে চাঁদ আর তোমার মাঝে কোন ফারাক থাকেনা, 

সেখানে নির্জনতায় তোমায় রুপালী আলোয় স্নান করাই, 

ভেসে যাই অথৈ প্রেমে।