দৈনিক বিভাগ এর জন্য _ বিষয় _ কবিতা শিরোনাম _ "আমি আর আজ" কলমে _ চিরদীপ দে তারিখ _ ০৪/০৮/২০২০ ========================== কষ্ট জীবন গোলক ধাঁধায় বোকার মতোই থাকি.. ওর'ই মাঝে সাপলুডো মই আঁকড়ে ধরে রাখি ||
মরছে লোকে নিয়ম শোকে কি এসে …
বিষয় _ কবিতা
শিরোনাম _ "আমি আর আজ"
কলমে _ চিরদীপ দে
তারিখ _ ০৪/০৮/২০২০
==========================
কষ্ট জীবন গোলক ধাঁধায়
বোকার মতোই থাকি..
ওর'ই মাঝে সাপলুডো মই
আঁকড়ে ধরে রাখি ||
মরছে লোকে নিয়ম শোকে
কি এসে যায় তাতে !!
চলতি লাশের গুনতি হিসেব
প্যাকেট অ নু পা তে ||
কার কপালে কি যে নাচে
ডাক প্যাকেটে'র আসে..
সর্বনাশের স্পর্শ প্র হ র
অন্তরালে'ই হাসে ||
চাপানউতর এক'ই আছে
মধ্যে মরি আমি..
দল দাসেদের বল বাড়াতে
আমরা বি প দ গা মী ||
পত্র চলে অর্থ বিহীন
সত্যি মজার দেশে..
আমরা তবু আমলা পুষি
আজব প রি বে শে ||
দাবা'র চালে কে কুপকাৎ
কে রাজা কে রাণী..
মরছি তবু রাখছি খেয়াল
দিচ্ছি জ য় ধ্ব নি ||
তার'ই ফাঁকে রোজ বিকেলে
আকাশটাকেও দেখি..
মেঘ মুলুকের সত্যি আকাশ
মিথ্যে সে নয় মেকি ||
বুকের বাঁ'য়ে হাত রাখি আর
জল এসে যায় চোখে..বলি
সব যদি হয় আবার ভালো
শুধু বাসবো ভালো তোকে ||
==========================