Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#মনটা_আজকাল_ভালো_নেই
#মিষ্টিমৌ
মনটা আজকাল ভালো নেই। সব যেন কেমন শূন্যতা গ্ৰাস করে ফেলছে। কাছের মানুষজন অনিচ্ছাকৃত ভাবে দূরে সরে রয়েছে। অবশ্য কেউ কেউ ইচ্ছাকৃতভাবে দূরে ছুঁড়ে ফেলেছে, তারা মনে মনে বলেছে- "যাক বাবা ভালোই হল,এভাবেই সরিয়…

#মনটা_আজকাল_ভালো_নেই

#মিষ্টিমৌ

মনটা আজকাল ভালো নেই।
সব যেন কেমন শূন্যতা গ্ৰাস করে ফেলছে।
কাছের মানুষজন অনিচ্ছাকৃত ভাবে দূরে সরে রয়েছে।
অবশ্য কেউ কেউ ইচ্ছাকৃতভাবে দূরে ছুঁড়ে ফেলেছে,
তারা মনে মনে বলেছে-
"যাক বাবা ভালোই হল,এভাবেই সরিয়ে দেওয়া গেল।
এভাবে আপদ বিদেয় হল।"
সব কিছুতেই হতাশা তার থাবা বসাচ্ছে প্রতিনিয়ত।
প্রযুক্তির ধারা নিয়ে আজও কিছুটা ভালো থাকার অনেক চেষ্টা করেছি।
প্রযুক্তির আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে।
কিন্তু একটা সময় সেখানেও একঘেঁয়েমি এসেছে‌।
আবার এসেছে হতাশা।
তাইতো আজকাল মনটা ভালো নেই।
চারিদিকে মিছিল করে শব নিয়ে চলেছে,একেরপর এক  শব।
মৃত্যু জীবনের বড় সত্য, জানি ,তবুও যে কেন মানতে পারিনা কে জানে?
মৃত্যু যে কেন হেরে যায়না আশার কাছে?কেন যে ও আশাকে পায়ের তলায় পিষে মারছে কে জানে?
এতটা নির্মম না হলেও পারতে তো মৃত্যু!!!
আমি দিন রাত চেষ্টা করি আশার আলো ছড়িয়ে দিতে।
আপ্রাণ চেষ্টা করছি হতাশা দূর করে ঐ আলোর পথে হাঁটতে।
ভালো ভাবে থাকার ত্রুটি রাখিনা কোনও,
তবুও জানো আজকাল মনটা ভালো নেই।