ঘাঘরানদেরচাঁদ হাজরা২১.৮.২০২০
জীবন ছুঁয়ে যায় ভালোবাসার রোদ্দুরখাঁজে খাঁজে রাজার মুগ্ধতাভরা সবুজের মাঝখানেযৌবনবতী জলস্রোতকুলুকুলু ধারায় নামছে নদী হয়েপাথরের খাঁজে খাঁজে কলসভূবিজ্ঞানের ভাষায় কি বলে জানিনা
নিবিড় ঘন অরণ্যের মাঝে পাহাড়ী গ…
ঘাঘরা
নদেরচাঁদ হাজরা
২১.৮.২০২০
জীবন ছুঁয়ে যায় ভালোবাসার রোদ্দুর
খাঁজে খাঁজে রাজার মুগ্ধতা
ভরা সবুজের মাঝখানে
যৌবনবতী জলস্রোত
কুলুকুলু ধারায় নামছে নদী হয়ে
পাথরের খাঁজে খাঁজে কলস
ভূবিজ্ঞানের ভাষায় কি বলে জানিনা
নিবিড় ঘন অরণ্যের মাঝে পাহাড়ী গ্রাম
কাটিয়ে দিলাম কতটা সময়
সবুজের মাঝখানে
মাথার সুনীল আকাশ মাঝেমাঝেই ঢেকে যাচ্ছিল কালোমেঘে ৷
তবুও হার মানিনি মেঘের কাছে ৷
হৃদয় ভরে নিয়েছি মুগ্ধতায়
কানায় কানায় ভরে গেছে ভালোবাসা ৷
হোকনা কিছুটা সময় মাত্র
মন কিন্তু ভরে নিয়েছে তার কলস
সেই কুলুকুলু ধারা ,
সেই খাঁজে খাঁজে মুগ্ধতার ভাঁজ
সব থেকে যাবে
হারাবেনা কিছুই কোনোদিন ৷
অদূরেই তারাফেণী বাঁধ দিয়ে আটকে দিয়েছে জলধারা ৷
তবুও ঘাঘরা রয়েছে আপন স্বাতন্ত্রে
পাহাড় জঙ্গলের মাঝখানে
অতীত থেকে বর্তমানের পথে ৷
বয়ে যাবে আগামীর আলোক ধারায় ৷
রয়ে যাবে আমাদের মনে
হাজার লক্ষ বছর ধরে ৷