ভাগ্যের পরিহাসেরেবা গোস্বামী২৬/০৮/২০
চিন্তা করে ক্লান্ত হলাম, শান্তি কোথায় গেলো ? হারিয়ে গেলো কোন অজানায়, নিরুদ্দেশী হলো?
ঘুম আসে না চোখে রাতে, ঘুম নেই তো চোখে, আজ ভাবী কাল আসবে শান্তি,থাকবো মহা সুখে।
নানান অজুহাতে শান্তি, পালিয়ে …
ভাগ্যের পরিহাসে
রেবা গোস্বামী
২৬/০৮/২০
চিন্তা করে ক্লান্ত হলাম, শান্তি কোথায় গেলো ?
হারিয়ে গেলো কোন অজানায়, নিরুদ্দেশী হলো?
ঘুম আসে না চোখে রাতে, ঘুম নেই তো চোখে,
আজ ভাবী কাল আসবে শান্তি,থাকবো মহা সুখে।
নানান অজুহাতে শান্তি, পালিয়ে যেতে চায়,
সারা জীবন কেন এমন, শুধু করবো হায় হায়?
শান্তি হলো মনের খোরাক, মনকে ভালো রাখে,
চিন্তা মুক্ত হয় না থাকা, শান্তি কি আর থাকে?
চিন্তা রোগে খাচ্ছে বসে, ঘুণ পোকারই মতো,
ভালো থাকা হলো না আর, শান্তি যাবেই তো।
এ জীবন টা বৃথাই গেলো, কখনো শান্ত এলো না,
শান্তি নামের সুখ পাখি টা, শুধু করলো ছলনা।
শান্তি, চিন্তা এক সাথে তো কখনো থাকে না,
চিন্তা এলে শান্তি পালায়, তাকে খুঁজে পাবে না।
ভালো কাজের ফল নেই ভালো, মন্দটাই আসে,
চিন্তার রেখা যায় না দেখা, থাকে ভাগ্যের পরিহাসে।