#দৈনিক_সেরা_কলম_প্রতিযোগিতা #তারিখঃ ২৬/৮/২০২০#শিরোনামঃ চলে যাবার শব্দগুলো
#কলমেঃ মধুপর্ণা বসু
চলে যাওয়া কোনদিনই সহজ ছিলনা, কখনো ছাদ বাগানে, কখনো অমলতাস বনে, অথবা সাগরের চৌকাঠে, থমকে দাঁড়িয়েছি কতবার, একবার হিমাচলের আঁকাবাঁকা পথে হ…
#দৈনিক_সেরা_কলম_প্রতিযোগিতা
#তারিখঃ ২৬/৮/২০২০
#শিরোনামঃ চলে যাবার শব্দগুলো
#কলমেঃ মধুপর্ণা বসু
চলে যাওয়া কোনদিনই সহজ ছিলনা,
কখনো ছাদ বাগানে, কখনো অমলতাস বনে, অথবা সাগরের চৌকাঠে, থমকে দাঁড়িয়েছি কতবার,
একবার হিমাচলের আঁকাবাঁকা পথে হিমেল পাহাড়ের সাথেও টক্কর লেগেছিল,
আমাকে নিয়ে যাবার অছিলায় শব্দ সংখ্যা খুব কমিয়ে এনেছিল সে,
পেছন ফিরে তাকাতে গিয়েই যত গণ্ডগোল!
চলে যাওয়া আদুরে শব্দেরা কি ভীষণ একটা সফেন জ্যোৎস্না এগিয়ে দিলো আমার শরীর জুড়ে, বললো...
'ভালো থেকো ভূমিষ্ট অনুভূতির কাঁটায় বোনা উষ্ণ হৃদয়, '
কি যে হল, জানো, বুকের নীচে জমা করা পাশবইয়ে এতো বেশি ক্রেডিট যে সেই থেকে হিসেবে কুল পাচ্ছিনা,
শব্দেরা আসছে ফি-সময় অনাহূত অতিথির মতো।