Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
শিরোনাম – গৃহবন্দী কলমে– সর্ব  দমন বোস তারিখ–২৮/০৮/২০
আজ বাচ্চাদের অবস্থা দেখে ভালো লাগেনা– মনে আছে ছোটবেলায় সকাল থেকে সন্ধ্যে,দৌড়ঝাঁপ সাঁতার কাটা আর খেলাধুলা–সন্ধ্যে হলে ভূতের ভয়ে ঘরে ফিরে আসা।
মা বাবা দাদ…

 


দৈনিক সেরা কলম সম্মাননা


শিরোনাম – গৃহবন্দী 

কলমে– সর্ব  দমন বোস 

তারিখ–২৮/০৮/২০


আজ বাচ্চাদের অবস্থা দেখে ভালো লাগেনা– 

মনে আছে ছোটবেলায় সকাল থেকে সন্ধ্যে,

দৌড়ঝাঁপ সাঁতার কাটা আর খেলাধুলা–

সন্ধ্যে হলে ভূতের ভয়ে ঘরে ফিরে আসা।


মা বাবা দাদু দিদা কেউ যদি একবার দেখতো –

ঘরের ভেতর খোকা আছে কেন এমনটা হল ,

শরীর খারাপ করেনি তো, লাগেনি তো কোনো ব্যথা,

ওরে কে আছিস,  বলতো খোকার সাথে কথা।


উন্মুক্ত ছিলাম আমরা খোলা আকাশের নিচে–

সময় মত লেখাপড়া এটাই ছিল ঢের,

ছিলনা কোন নিষেধ,এখন হেতা তখন হোতা যাও–

ইংরেজি স্কুলে পড়িনি আমি, অধ্যাপক আমি তাও।


আমার খোকা আমার খুকি পাচ্ছে তা কই–

যা পেয়েছি আমরা ছোটবেলায়, এখন ওদের নেই,

সকাল সাতটায় উঠতাম আমি ওরা উঠে পাঁচটায়–

ছটার সময় কোচিং ক্লাসে ঘুরে এসে ,স্কুল দশটায়।


আসলো ফিরে খোকা-খুকু বিকেল পাঁচটায় ঘরে–

কোনরকমে টিফিন করতেই মাস্টার এসে পড়ে,

রাত সাতটায় আরেক মাস্টার উনি অংক করান–

বাকি পড়া করে,খেয়ে নিয়ে, বিছানায় টানটান।


গৃহবন্দি।উন্মুক্ত নয় জীবন, শৈশবের সুখ অধরা–

খেলাধুলা শরীরের কসরত , গল্পে শুনে ওরা,

দিনে-রাতে যেটুকু সময় হাতে রাখতে পারে,

কম্পিউটার আঁকা ঝোকা করতে যায় চলে।


দৌড় দৌড় দৌড় জীবন গড়ার তরে দৌড়–

কোথাও যেওনা –বাইরে ঘুরো না বেশি,

যত যত পারো তত খাটো পড়াশোনা চাই,

জগত দেখার সময় অনেক পাবে, শুধু পড়ো তাই।


চার দেয়ালের মাঝে থাকো,মন দিয়োনা বাইরে–

ঘরে থাকো,অনুশীলন করো,এটাই বীজ মন্ত্র,

প্রতিযোগিতা আছে, লোক বেশি জায়গা কম,

তৈরি হও, আগের মত নয়, এখন রও গৃহেবন্ধ।