যদিদং হৃদয়ং তব অমল ভট্টাচার্য্য ---------------------------
আমি মালবিকা আমার বাড়ির ছোট্ট ছাদে আমিই এই সকালের নায়িকা। হা, হা, হা ভাবছেন কি আবোলতাবোল বকছি।না না আসলে কখনও কখনও ইচ্ছা জাগে নিজেকে নায়িকা ভাবতে, যেমন আজকের সুন্দর মেঘলা …
যদিদং হৃদয়ং তব
অমল ভট্টাচার্য্য
---------------------------
আমি মালবিকা
আমার বাড়ির ছোট্ট ছাদে আমিই এই সকালের নায়িকা।
হা, হা, হা ভাবছেন কি আবোলতাবোল বকছি।
না না আসলে কখনও কখনও ইচ্ছা জাগে নিজেকে নায়িকা ভাবতে,
যেমন আজকের সুন্দর মেঘলা সকালে গরম গরম চায়ের কাপের সামনে নিজেকে নায়িকা ভাবতে বেশ লাগছে।
নাঃ, দীর্ঘ দশটা বছর কেটে গেছে এই নায়িকার স্বপ্ন দেখতে দেখতে,
যদিও আমি এখনও স্বপ্ন দেখি, স্বপ্নকে আঁকড়ে বাঁচি।
গত দুবছর হয়ে গেল আমরা দুজনে দুজনকে দেখিনি,
আমি কোলকাতায় আর অমিত সুদূর আমেরিকার মিসিগানে।
আমাদের আলাপ ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে,
যাদবপুর ইউনিভার্সিটি তে অমিত আমার সিনিয়র ছিল,
দুজনেই ইলেকট্রনিক্স নিয়ে পড়েছি,
আমি কলকাতাতেই চাকরি করছি,
অমিত দু বছর আগে চলে গেল আমেরিকায়।
আসলে আমরা মধ্যবিত্তের জীবনে দুঃখ দুর্দশার মধ্যে বড় হয়ে যখন পায়ের নীচে জমিতে দাঁড়াতে শিখি , তখন আমরা আমাদের জমিটাকে আরও মজবুত করে নিতে চাই।
এটাই স্বাভাবিক, এর মধ্যে অন্যায় কিছু নেই।
আমাদের চার হাতের মিলন অনুষ্ঠানের সব ব্যবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছিল,
অতিমারী এসে বাঁধা হয়ে দাঁড়ালো।
হা হা হা, আমার কলিগরা আমাকে ভীষণ রাগায়,
ওরা বলে, অমিত নির্ঘাত বিদেশিনীর প্রেমে পড়েছে আমেরিকায়।
আমি জবাব ফিরিয়ে দিই মুচকি হেসে।
আসলে ভালোবাসা প্রকৃতির আশ্চর্য সৃষ্টি,
ভালোবাসার গন্ধ টা ঠিক যেন দুষ্টু মিষ্টি।
নিজের বাবা মা কে যেমন সন্তান বদলাতে পারে না,
প্রথম ভালোবাসা, প্রথম প্রেমের অনুভূতি ভোলা যায় না।
হাজার কিলোমিটার দূরে সেই ভালোবাসা থাকলেও তার উপস্থিতি, স্পর্শ অনুভূত হয়।
কি আমাকে পাগলি ভাবছেন , ভাবতেই পারেন।
গরম চায়ের কাপ থেকে নির্গত ধোঁয়ার গতি ধীরে ধীরে শ্লথ হচ্ছে,
আমাদের অপেক্ষার সময়ও নিশ্চয় কমে আসবে।
তারপর, কোনও এক গোধূলি লগ্নে আমার এই ছোট্ট ছাদ গুঞ্জরিত হবে একটাই ধ্বনিতে,
যদিদং হৃদয়ং তব
তদিদং হৃদয়ং মম।
-------------------------------------------------------------