Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#স্বাধীনতা_তুমিকলমে শম্পা কর্মকার9.8.2020বড় কঠিন শব্দ তুমি স্বাধীনতাতরুণ রক্ত টগবগিয়ে ছোটে তোমার কাছে নিশিদিন।। নারী ভেঙে ফেলে কুসংস্কারের বন্ধন।।তোমাকে বুকে লালন করি প্রতিদিন।।
কত বার তুমি পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন করেছো।।মানুষ ন…

 

#স্বাধীনতা_তুমি

কলমে শম্পা কর্মকার

9.8.2020

বড় কঠিন শব্দ তুমি স্বাধীনতা

তরুণ রক্ত টগবগিয়ে ছোটে তোমার কাছে নিশিদিন।। 

নারী ভেঙে ফেলে কুসংস্কারের বন্ধন।।

তোমাকে বুকে লালন করি প্রতিদিন।।


কত বার তুমি পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন করেছো।।

মানুষ নিয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস।

কিন্তু আবার আবার নতুন পরাধীনতার নাগপাশে আবদ্ধ আমরা

ভেঙ্গে দিয়েছে কত সুন্দর বিশ্বাস।।


স্বাধীনতা তোমাকে বার বার হরণ করে যারা।

তাদের জন্য আবার নতুন করে সংগ্রামের ধারা।।

বিদেশীদের হাত থেকে যাঁরা রক্ষা করেছিল তোমায়।

সেই স্বাধীনতার সুর এখন কি শোনা যায়।।


শিশু বয়সে বোঝা কাঁধে কাগজ কুড়ানো

ফুটপাথে অসহায় মানুষের জন্ম।।

অশিক্ষা অনাহারে কত মানুষ পথের পরে

পদলোভীরা তাদের জন্য কিছু না করে।। 


এইভাবে কি তোমায় বরণ হয়

মনে থাকে শুধু সংশয়।।

বছর ঘুরে আসে একদিন

বিপ্লবীদের শ্রদ্ধা জানায় আজকের নবীন।।

পতাকার নীচে শপথ গ্রহণ আর বিস্মরণ

প্রতিদিন স্বাধীনতার পরাধীনতার সাথে সহমরণ।।