Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

তোর জন্যে
অনির্বাণ মুখোপাধ্যায়
-----------------------------------
তুই যখন প্রশ্ন করিস--
আমায় ভালোবাসিস ?
উত্তর তার জানি না
তাইতো হিসেব মানি না।
অবাক হয়ে চেয়ে বলি--
বড্ডো ভালো হাসিস।
.
তোর ওই ঘন চুলে
যখন যাই ক্লান্তি ভুলে--
বনলতা সেন খুঁজিনি…

 

তোর জন্যে


অনির্বাণ মুখোপাধ্যায়


-----------------------------------


তুই যখন প্রশ্ন করিস--


আমায় ভালোবাসিস ?


উত্তর তার জানি না


তাইতো হিসেব মানি না।


অবাক হয়ে চেয়ে বলি--


বড্ডো ভালো হাসিস।


.


তোর ওই ঘন চুলে


যখন যাই ক্লান্তি ভুলে--


বনলতা সেন খুঁজিনি।


তাই তোকে জড়িয়ে ধরে


হঠাৎ যদি যাই মরে--


প্রেমের সংজ্ঞা বুঝিনি।


,


তোর ওই উষ্ণ ঠোঁটে


কত কঠিন শব্দ ফোটে--


সব কিছু শুনিনি।


তুই যখন যাস চলে


সময় তখন থামতে বলে--


কত প্রহর গুনিনি।


.


আমার মত নীরস লোকে


তোর দূরে যাওয়ার শোকে


চোখের জল ফেলিনি।


দুঃখ আমার বড়ই গোপন


হৃদয়ে করি কান্না রোপন--


তাই তো ডানা মেলিনি।


.


তবুও যখন যাস দূরে


কে যেন গায় করুণ সুরে--


উদাস হয়ে শুনি।


ভাবি তুই আসবি ফিরে


আবার আমায় থাকবি ঘিরে--


তাই তো দিন গুনি।


.


রাত জাগা কত তারা


সাক্ষী থাকে চোখের ধারা--


বালিশে মুখ গুঁজি।


ক্লান্ত হয়ে তপ্ত দিনে


স্বপ্ন দিয়ে দুঃখ কিনে


ভালোবাসা খুঁজি।