Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#হৃদয়ের_সম্পর্কনামা✍ শৈলেন মন্ডল১০.০৮.২০২০
কবিতার দেশে জড়িয়ে পড়েছি তোমার হৃদয়াঙ্গম সম্পর্কনামায়।
সময়ের উড়োচিঠিগুলো আজ কেমন যেন নির্বাক সামাজিকতার আদর মাখতে চায়।
প্রেমের বিলাপে ফুটে ওঠে আদিম সভ্যতার ক্রন্দন বিলাপ ও উপসংহারনামার রক্তা…

 

#হৃদয়ের_সম্পর্কনামা

✍ শৈলেন মন্ডল

১০.০৮.২০২০


কবিতার দেশে জড়িয়ে পড়েছি তোমার হৃদয়াঙ্গম সম্পর্কনামায়।


সময়ের উড়োচিঠিগুলো আজ কেমন যেন নির্বাক সামাজিকতার আদর মাখতে চায়।


প্রেমের বিলাপে ফুটে ওঠে আদিম সভ্যতার ক্রন্দন বিলাপ ও উপসংহারনামার রক্তাক্ত প্রতিলিপি।


গহীন মনের আবহে ভাসে প্রেমের আবহ। তারা নান্দনিক সিৎকারে আরও সজীব ও প্রানোবন্ত হতে চায়।


তোমায় না পাওয়ার অনুভূতিরা বিদ্রোহী নিষ্প্রান আবহে মোড়া। 


সময়ের যাঁতাকলে পিষে মরে ক্ষমাহীন নিষ্ঠুরতাময় অভিমানী ক্রন্দনরত অনুভূতির স্পন্দন।


মনের দরজায় কড়া নাড়ে মনকেমনিয়া অনুভূতিময় ভালবাসার আঘাতিয়া বিপ্লব।


থমকে যায় মন, আবেগ স্হিতি সঞ্চারনে নির্বাক হয় গহীন মনের আবেগী চুপকথারা।


কালেরস্রোতে নির্বাক চুপকথারাও বেবাগী আর সংগ্রামী হয়ে ওঠে।


তারাও উড়োখইয়ের মতো ভেসে বেড়ায় দেশ হতে দেশান্তরে।