প্রতিযোগিতা প্রতিদিন
---------------------------------
31.7.2020
-----------------
কবিতার নাম - নতুন পৃথিবী
------------------------------------
কবি - রূপালী গোস্বামী
--------------------------------
আবার কোনও নাছোড় বাধা বোকা প্…
প্রতিযোগিতা প্রতিদিন
---------------------------------
31.7.2020
-----------------
কবিতার নাম - নতুন পৃথিবী
------------------------------------
কবি - রূপালী গোস্বামী
--------------------------------
আবার কোনও নাছোড় বাধা বোকা প্রেমিক
পথের পাশে করবে অভিমান
দল পাকিয়ে স্কুলের কচিকাচা
বেসুর গলায় গাইবে চেনা গান।
আবার কোনও ইতালিয়ান পাড়ায়
রাস্তা জুড়ে বাজবে ভায়োলিন।
আবার কোনও স্তব্ধ শহরতলি
ব্যস্ত হয়ে ছুটবে সারাদিন।
আবার কোনও নাটক শো এর শেষে
রেলের চায়ের দোকানে উপচে পড়া ভিড়,
দূর পাল্লার ট্রেনের টিকিট কেটে
হঠাৎ কোন শান্ত নদী তীর।
সেদিন প্রেমের গল্প হবে খুব
পলাশ ফুটে ভরবে চারিদিন।
সেদিন সবাই নামবো মোরা পথে
পৃথিবী, তুমি সামলে নেবে ঠিক।।
-------------------------------------------
---------------------------------
31.7.2020
-----------------
কবিতার নাম - নতুন পৃথিবী
------------------------------------
কবি - রূপালী গোস্বামী
--------------------------------
আবার কোনও নাছোড় বাধা বোকা প্রেমিক
পথের পাশে করবে অভিমান
দল পাকিয়ে স্কুলের কচিকাচা
বেসুর গলায় গাইবে চেনা গান।
আবার কোনও ইতালিয়ান পাড়ায়
রাস্তা জুড়ে বাজবে ভায়োলিন।
আবার কোনও স্তব্ধ শহরতলি
ব্যস্ত হয়ে ছুটবে সারাদিন।
আবার কোনও নাটক শো এর শেষে
রেলের চায়ের দোকানে উপচে পড়া ভিড়,
দূর পাল্লার ট্রেনের টিকিট কেটে
হঠাৎ কোন শান্ত নদী তীর।
সেদিন প্রেমের গল্প হবে খুব
পলাশ ফুটে ভরবে চারিদিন।
সেদিন সবাই নামবো মোরা পথে
পৃথিবী, তুমি সামলে নেবে ঠিক।।
-------------------------------------------