Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -৩১
বিভাগ : কবিতা
শিরোনাম : শিকড়ের সন্ধানে
কলমে : সজীব মজুমদার
তারিখ : 31/07/2020
           " শিকড়ের সন্ধানে "

মাটির ভেঙেছে ঘুম
নিগূঢ় শব্দগ্রহের মতান্তরে ,
অনন্ত যাত্রার সাথে ভ…


দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -৩১
বিভাগ : কবিতা
শিরোনাম : শিকড়ের সন্ধানে
কলমে : সজীব মজুমদার
তারিখ : 31/07/2020
           " শিকড়ের সন্ধানে "

মাটির ভেঙেছে ঘুম
নিগূঢ় শব্দগ্রহের মতান্তরে ,
অনন্ত যাত্রার সাথে ভাবনার বিরোধ উচ্চেঃস্বরে ।

ভুলের আকাশে ভরা নক্ষত্রের পতন,
মিথ্যে আবেগের টানে নতুবা ধোঁয়ার খোঁজে বিন্যাসের অনুবর্তন।
 
প্রত্যাশিত সুখ যেন ক্ষণস্থায়ী তীব্র বেদনা ,
মাটির আলগা টানে ভাষা বোধক ছন্নছাড়া প্রণোদনা।
আপেক্ষিক লজ্জার মাঝে
নুইয়ে পড়া  অনুশোচনা।
স্বাধীন সত্তার কাছে হেরে
দিয়েছে পাড়ি ঈশ্বরে।

কুণ্ঠিত আলোকচক্রের মাঝে
লেগে আছে আগুনের শিখা ,
জ্ঞানের বর্ণান্ধতা সংকোচন সংকল্পের অবেক্ষা।

কৃত্রিম বারুদ আগুনের ঝাঁঝালো গন্ধে অঙ্কুরের বিনাশ,
কুঁকড়ে যাওয়া সিক্ত প্রেম
যুগ্ম আলোর স্পর্শেও
সৃষ্টির দিগন্ত জুড়ে থাকে নৈরাশ।