Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব 31
 ছোট মায়ের-ভালোবাসা" (কবিতা)
রুনা মুখার্জী
31/7/2020

তোমার বাবার মৃত্যুর পর,
তোমার মাকে আর তোমাকে দেখাশোনা করার জন্য,
 নিজের সন্তানদের ঘরে রেখেই দিনের পর দিন তোমাদের কাছে থ…


"দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব 31
 ছোট মায়ের-ভালোবাসা" (কবিতা)
রুনা মুখার্জী
31/7/2020

তোমার বাবার মৃত্যুর পর,
তোমার মাকে আর তোমাকে দেখাশোনা করার জন্য,
 নিজের সন্তানদের ঘরে রেখেই দিনের পর দিন তোমাদের কাছে থেকে গেছি,
কারণ তুমি তখন ছোট আর তোমার মা অসুস্থ ।
তোমার মা বলেছিলেন আমাকে ছোটমা বলতে ।
তুমি বলেছিলে আমার একটাই মা। তুমি বড় হলে তবু আমাকে আপন ভাবতে পারলে না ।
যেদিন তোমাদের কাছে আসতে পারতাম না ,
সেদিন তোমার জন্য খুব মন খারাপ করত ।
যদি ফোন করতাম তুমি বলতে দুঃখিত এটা ভুল নাম্বার বলে ফোনটা কেটে দিতে।
কখনোবা দরকারে এসএমএস করলে তুমি সকলের সামনে অপমান করতে ।
বলতে তুমি তো পর ,তোমাকে চিনি না।
তবুও বারবার তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম তুমি কি খেতে চাও আমি সেটাই বানাবো ।
তুমি বিরক্ত হতে অবহেলা করতে আমায় ।
তবুও আমি বাড়িতে রাখা সন্তানদের না দেখে তোমার দেখাশোনা করতাম।
কেন জানো কারণ আমি যে তোমায় অনেক অনেক স্নেহ করি ভালোবাসি তাই।
 তুমি যখন অন্যদের সাথে ভাল করে কথা বলতে আমার কষ্ট হতো।
নিজেকে ছোট লাগতো ।
এজন্য তোমার মা তোমাকে বকাবকি করতেন।
আমি বলতাম ও ছোট ওকে বকবেন না।
শেষে একদিন যখন আমাকে অসম্মান করে সকলের সামনে বলেছিলে শেষবারের মতো বলছি কোনদিন আমাকে বিরক্ত করবে না ,
কারণ আমাকে ভালোবাসার জন্য আমার মা আছে।
সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে জীবনে কোনদিন তোমাকে বিরক্ত করব না ।
তাই তুমি টেবিলে আসার আগেই খাবার রেখে আমি বাড়ি চলে যাই।
 তুমি তো ছোট আমার কষ্টের কথা বুঝতে পারবে না।
হয়তো এমন একটা দিন আসবে যেদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে তবু কিছুতেই আমাকে দেখতে পাবেনা ।
হঠাৎ একদিন তুমি প্রচন্ড অসুস্থ হয়ে গেলে ।
রক্তের প্রয়োজন ছিল।
আমার সাথে মিলে গেল তোমার রক্ত ।
প্রয়োজনের অতিরিক্ত রক্ত দিয়ে তুমি সুস্থ হলে তবে আমার রক্তহীনতার জন্য শয্যাশায়ী হয়ে গেলাম আমি ।
মৃত্যুর সাথে লড়াই করতে লাগলাম।
তোমাকে দেখতে চাইলাম ।
তুমি ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাইলে।
তুমি আমার সন্তানের মত তাই তোমাকে কাছে টেনে নিলাম,
তবুও কোথাও যেন অভিমানের সুর টা থেকে গিয়েছিলো ।
আজ এসেছো, হয়তোবা  বাঁচতে পারি না হয় মরেও যেতে পারি। কিছুদিনের মধ্যে হয়তো ভগবান তোমার অবহেলায় আমার কষ্টটা সহ্য করতে না পেরে উনি নিয়ে নিতে চান আমাকে।
দুদিন আগেও তোমার আর তোমার মায়ের কাছে আমি যেতে চেয়েছি কতবার,
 কিন্তু কোন পথ খুলে দাও নি তুমি যদি দিতে তবে ঠিক তোমাদের কাছে সব অভিমান ভুলে ফিরে যেতাম।
আমি তোমার নিজের মা নই ঠিক কথা ,
তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিক কথা,
তবে তোমাদের প্রতি যে ভালোবাসা সেটা তার থেকে অনেক অনেক বেশি।
তুমি আমাকে ভালো নাই বাসতে পারো মায়ের মত ,
তবে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।