#প্রতিদিন_কলম_সম্মাননা_৩১
#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমিই_সেই
#কলমে_বীরেন_আচার্য্য
#৩১শে_জুলাই_২০২০
আমিই সেই
------------
আমিই সেই ! একদিন আমাকেই
বসিয়েছিলে রথে কুরুক্ষেত্রের যুদ্ধে ;
আমিই সেই অম্বা আমিই সেই শ্রীখণ্ডী
অর্ধনরনারী - ভী…
#প্রতিদিন_কলম_সম্মাননা_৩১
#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমিই_সেই
#কলমে_বীরেন_আচার্য্য
#৩১শে_জুলাই_২০২০
আমিই সেই
------------
আমিই সেই ! একদিন আমাকেই
বসিয়েছিলে রথে কুরুক্ষেত্রের যুদ্ধে ;
আমিই সেই অম্বা আমিই সেই শ্রীখণ্ডী
অর্ধনরনারী - ভীষ্মের মৃত্যুর কারণ ।
আমরা যে অমঙ্গলের স্মারক চিহ্ন -
না হলাম মা,না হলাম বাবা - তাই তো
নবজাতক-জাতিকাকে ছুঁয়ে দেখার
বড় লোভ হয় তৃষিত প্রাণে বার বার ।
প্রাণ ভরে করি আশীর্বাদ ভগ্ন হৃদয়ে ,
কালের বিবর্তনে তাই আজ পেশা ;
বিশ্বাস কর আমাদের আশীষে থাকে না
কোন চলচাতুরী , শুধু ঘৃণার জীবনকে
বয়ে নিয়ে যাওয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে ।
জানি তৃতীয় লিঙ্গ স্বীকৃত আজ
তবুতো সভ্য সমাজ আজও মুখ ফেরায় ;
আমরাও তো তোমাদের মত কোন এক
মা বাবার চরম অন্তরঙ্গতার দান -
তবে কেন হলাম না তোমাদের একজন ?
কাব্যে কবি বলেন - প্রকৃতি অর্ধনারীশ্বর ;
তবে কেন প্রকৃতির দানে নেই ফুল-ফল?