সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৮কবিতা /কলমে-মৌসুমী ভৌমিক৩/৮/২০**************************হাসতে হাসতে জিতবো লড়াই ======================
হাসি নেই এই দুনিয়ায় মুখ সকলেরই গোমড়া,চাই প্রাণ খুলে হাসতে …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৮
কবিতা /
কলমে-মৌসুমী ভৌমিক
৩/৮/২০
**************************
হাসতে হাসতে জিতবো লড়াই
======================
হাসি নেই এই দুনিয়ায়
মুখ সকলেরই গোমড়া,
চাই প্রাণ খুলে হাসতে
অথচ পারছি কি আমরা!!
জটিল পরিস্থিতি চারিদিকে
দুঃখ-বেদনায় ভারাক্রান্ত মন,
তার উপরে এ রোগের প্রকোপ
বিষিয়ে দিয়েছে নিত্য জীবন,দিন-ক্ষণ।
হাসি তাই নিয়েছে বিদায়
জানি নে সে ফিরবে কবে,
হাসি যে সব রোগের পথ্যি
তা তো জানি সবে।
জীবনের এ কঠিনতায়-
হাসি আসে না সত্য
তবুত্ত দুঃখ-মাঝে জানতে হবে হাসতে,
হাসি মুখে এ মারণ রোগ-
করবো প্রতিহত,
হে প্রভু,থেকো সাথে এ বিপদে,
এ লড়াই-এ যেন পারি জয়ী হতে। ।
মৌসুমী ভৌমিক
******************