. • কুঞ্জবন প্রেমগাথা • অজয় কুমার দত্ত
আওল শাওন গরজি গগন বরষা তনয়ি নাচত রেবিজুরী চমক শ্যামক হস্তে মোহন বাঁশরী বাজত রে!সচকিতা ললিতা সচকিতা বিশাখা কামোহিতা নিলাজী চন্দ্রাবলীখুঁজিত আকুলি ইতিউতি ঢল…
. • কুঞ্জবন প্রেমগাথা •
অজয় কুমার দত্ত
আওল শাওন গরজি গগন বরষা তনয়ি নাচত রে
বিজুরী চমক শ্যামক হস্তে মোহন বাঁশরী বাজত রে!
সচকিতা ললিতা সচকিতা বিশাখা কামোহিতা নিলাজী চন্দ্রাবলী
খুঁজিত আকুলি ইতিউতি ঢলিঢলি বাজত কঁহা মধুমুরলী !
শিহরিত কুচফল বিলসি অধরদল ঢলঢল অনঙ্গী চন্দ্রা
মিলন পিয়াসে ধাবত শ্যামপাশে ত্যাজয়ি যামিনী তন্দ্রা!
নিবারণ করত বৃন্দা সুচরিতা কহত বিশাখ ললিতে~
‘মাধব পরকাশে যমুনা কূল পাশে ন যাইও সখি ইঁহ রাতে~
শুনত মুরলী সখি চন্দ্রাবলী ন হইও অধিক কামতাড়িতা!’
ন শুনি বারণ কামমোহ কারণ চলত চন্দ্রা গোপীবনিতা~
‘তনুরূপগুণ মম নাহিক কছু কম হইত নাগরী রাধিকা’~
ভাবত এমত নিকুঞ্জ চলত শঙ্খিনী নটী নাগরিকা।
বাজত বাঁশুরি ভুবন বিশরি শুনত বৃষভানুনন্দিনী~
হিয়া প্রেম জরজর কম্পিত থরথর চলত শ্যামসোহাগিনী।
ঠুমক চলত রাধিকা সতত নিঙাড়য়ি নীল কটিবাস~
যূথি বেলি মালিকা অযুত শেফালিকা সঞ্চলে মলয়া সুবাস!
কনক কঙ্কনী রজত শিঞ্জিনী আভরণি মধুরা নায়িকা~
আলুলিত অঞ্চলে লুটয়িছে পদতলে চ্যুতয়িছে কঞ্চুলিকা!
কদম তমাল বনে মধুর মধুর তানে বজায়ি ইমনকল্যাণ~
সকরুণ মুরলী রাধা নাম ব্যাকুলি বজায়িছে নন্দনন্দন!
বরষয়ি আঁখিজল উড়ছয়ি মেঘদল সিক্তা শাওনি রজনী~
বরতনু উছলি হেরয়ি চন্দ্রাবলী উপেখিত নিজ যৌবনি!
অব ধায়ি যায় রাধা হাসয়ি তৃপত মাধা বহয়ি যায় যমুনা
বান্ধয়ি প্রেমপাশে ত্যাজয়ি অঙ্গবাসে মিটাওল তনুকামনা!
শত সাধ বিফলি কামুকী চন্দ্রাবলী হেরয়ি ক্রোধিতা নয়নে ~
‘দেহিপদপল্লব গোপীজনবল্লভ’~সমর্পিলু রাধা আপনে!
বৃন্দা বিশাখা দোঁহে কহয়~‘কি যে মোহে এমত চন্দ্রা~ ললিতে?
আপন পীরিতি ভারি ত্যাজিবারে পারি, নাহি নারী এঁহি জগতে!!’
←♥→
©অজয়