দৈনিক প্রতিযোগিতাবিভাগ-কবিতাশিরোনাম - "শুধু তোর জন্য"।কলমে - মালবিকা গায়েন।তাং- 11/08/2020**************************
এই ছেলে তুই আমার আকাশ হবি?তুই যদি আকাশ হোস তোর বুকে ধ্রুবতারা হয়ে থাকবো ।এই ছেলে তুই একটা পাহাড় হবি?তাহ…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম - "শুধু তোর জন্য"।
কলমে - মালবিকা গায়েন।
তাং- 11/08/2020
**************************
এই ছেলে তুই আমার আকাশ হবি?
তুই যদি আকাশ হোস তোর বুকে ধ্রুবতারা হয়ে থাকবো ।
এই ছেলে তুই একটা পাহাড় হবি?
তাহলে অভিমানী মেঘ হয়ে তোর মাথার উপর ভাসবো!
তুই যেদিন ভালোবেসে কাছে ডাকবি ,
বৃষ্টি হয়ে তোর সারা শরীর জুড়িয়ে দেবো ।
এই ছেলে তুই সাগর হবি?
তাহলে বেগবতি নদী হয়ে তোর বুকে ঝাঁপিয়ে পড়বো।
এই ছেলে তুই বসন্ত হবি?
দেখিস খোঁপায় পলাশ গুঁজে দুই গালে আবির মাখবো।
এই ছেলে তুই বাউল হবি?
কথা দিচ্ছি তোর হাতে একতারা হয়ে বাজবো।
এই ছেলে তুই আমার কপোত হবি?
আয় না প্লিজ ! আমিও কপোতি হব দেখিস।
চল না খড়কুটো দিয়ে দুজনে একটা ভালবাসা বানাই।
রমন সুখ না হয় তুই তাঁর থেকে নিস!
যাঁর জন্যে হন্যে হয়ে ঘুরিস।
হ্যাঁ রে ও কি তোর খুনে মেজাজ টা চেনে?
সে কি তোকে আমার মত শান্ত করতে জানে?
তুই যদি সুখ পাস ওর সাথে থাকিস!
আমাকে শুধু তোর বুকে জড়িয়ে থাকার অধিকারটুকু দিস।