Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

টেলিপ্রিন্টার/ কাশীনাথ মণ্ডল  21/08/2020
বার্গম্যান ও একটি অর্গান মিউজিক লুপ্ত আঁধারেসন্ধ্যা আঁধার তো খয়েরী ফরাস পাতে দিগদিগন্তেআঁধার ও স্বর্ণমুদ্রা পৃথিবীর নামধূসর খাজানা বিচ্ছিন্ন দূরের পথিকবেঁচে আছে অলিগলি বনাঞ্চল গোলকধাঁধাযেন …

 

টেলিপ্রিন্টার/ কাশীনাথ মণ্ডল  21/08/2020


বার্গম্যান ও একটি অর্গান মিউজিক লুপ্ত আঁধারে

সন্ধ্যা আঁধার তো খয়েরী ফরাস পাতে দিগদিগন্তে

আঁধার ও স্বর্ণমুদ্রা পৃথিবীর নাম

ধূসর খাজানা বিচ্ছিন্ন দূরের পথিক

বেঁচে আছে অলিগলি বনাঞ্চল গোলকধাঁধা

যেন শরীর অজ্ঞাতে এক পুরনো পানশালা

আমি জানি মৃত্যু আলো আঁধার সবই বিমূর্ত অধীন


চতুষ্পাঠী ঘুমানো চশমা ঘুমানো মেট্রো ঘুমানো আঁধার ঘুমানো

ঘুমন্ত সুখ নাকি চটি পায়ে একা একা আঁধারেই ঘোরে

যদিও কার্পাস তুলো বাক্সোবাদাম এখনো উল্লেখ নেই

ওরাও বিমূর্তে আঁক কাটে ছবির মতন


আমার পূর্বপুরুষের একটি ফিটন ছিল

তারাও বায়ুলোকে বিবর্ণের ফটো তুলে রাখে

দেখি ফিটন ঘুমায় বিবর্ণ ঘুমায় আঁধারও ঘুমায়

বস্তুত আমার বাহিরে অদৃশ্যের টেলিপ্রিন্টার অজ্ঞাতে এইসব অবান্তর লিখে রাখছে