Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম - *সাঁঝবাতি* কলমে - _নাসরিন জাহান সিদ্দিকী_ তারিখ - ২১/০৮/২০২০
জোনাকির মিটমিট আলোয় উদ্বেলিত বাসনা রগঞ্জুস থেকে ভেসে আসা জাফরান আর আতরের গন্ধেরক্ত বীজে প্রোথিত পারস্যের বুলবুলের সেই গান চেতনায় ভাসতে ভাসতে পরাগরেনুর মতো দু…

 

শিরোনাম - *সাঁঝবাতি* 

কলমে - _নাসরিন জাহান সিদ্দিকী_ 

তারিখ - ২১/০৮/২০২০


জোনাকির মিটমিট আলোয় উদ্বেলিত বাসনা 

রগঞ্জুস থেকে ভেসে আসা জাফরান আর আতরের গন্ধে

রক্ত বীজে প্রোথিত পারস্যের বুলবুলের সেই গান 

চেতনায় ভাসতে ভাসতে পরাগরেনুর মতো দুলতে থাকে । 


মেহেন্দির আল্পনা আঁকা চাঁপাকলি আঙুলে 

তালিমহীন ভাঙা সুরের পথ বেয়ে চলে যায় অতীতের ঐশ্বর্যে 

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান শূন্যে ভাসায় 

কুয়াশা ভেদ করা রোমেলের জয়গাথা ।


শঙ্খ গভীর রাতে ধুকপুক করে  আশঙ্কার চাদরে 

ধ্রুবতারার মত লিখতে থাকে উপস্থিতির ব্যাকরণ 

অভ্যাসের একঘেয়েমিতে ক্লান্ত প্রানমন

হিমেল হাওয়ায় মিলিয়ে যেতে পারে নি 

কপাল জুড়ে কাঁপতে থাকে হৈমন্তী টিকা ।


ঝিঁঝিঁর গোপন অভিসারে 

নিখাদ আলিঙ্গনের আকুতি 

মেরুন তুঁত ফুটন্ত যৌবনে 

অঙ্গে চমকায় শ্রেয়সী লাজ 

কফিনের ডালায় চাঁদের আলোর পোশাক পরে সাঁঝবাতি ।


       *বহরমপুর ,  মুর্শিদাবাদ*