Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা
#ঘরেতে_ভ্রমর_মনেতে_মধুর
ডা.শামস রহমান ৩ ভাদ্র'১৪২৭;১৮/০৮/২০
ঘরেতে ভ্রমর মনেতে মধুর,সে হৃদয়ে স্বপ্ন এঁকে যায়জলেতে ঝিকিমিকি জলতরঙ্গ লহরে,দিবানিশি বাজে গায়!মনের মাঝে ফুটেছিল ফুল,তোমায় কণ্ঠে পরাব বলেসন্ধ‍্যাতারা ছ…

 

#দৈনিক_প্রতিযোগিতা


#ঘরেতে_ভ্রমর_মনেতে_মধুর


ডা.শামস রহমান 

৩ ভাদ্র'১৪২৭;১৮/০৮/২০


ঘরেতে ভ্রমর মনেতে মধুর,সে হৃদয়ে স্বপ্ন এঁকে যায়

জলেতে ঝিকিমিকি জলতরঙ্গ লহরে,দিবানিশি বাজে গায়!

মনের মাঝে ফুটেছিল ফুল,তোমায় কণ্ঠে পরাব বলে

সন্ধ‍্যাতারা ছড়ায় কি সোহাগে মায়া,দীপ হয়ে আকাশে জ্বলে।

যে প্রেমে ছিল আনন্দ উচ্ছাস,মনে মনে মালা গাঁথে

কত সুখ মুঞ্জরে হৃদয় উচ্ছাসে,স্বপ্ন দেখেছিল আঁখিপাতে।


আকাশ বলে গেল আবীরে রাঙিয়ে,গোধূলির মায়া দেখো

তুমি আছ তাই ভুবন সুন্দর,দু'নয়নে সে ছবি আঁকো।

কল্পনা যত গড়ে মনের প্রদীপ জ্বালে,তোমাকে ভালোবাসে

চারিদিকে উড়ে প্রজাপ্রতি যত,সে মন রাঙিয়ে উদ্ভাসে।

আহূত তিথির মিলন গীতি,মুঠো ভরে সোনালী জোছনায়

তোমার সঙ্গে আলাপন যত,কেটেছিল রজনী আলোর বন‍্যায়।


স্বপ্নের মাঝে জড়িয়েছিলে,দিলে জোছনায় মায়াভরা তৃপ্তি

ওগো মিতা,সুস্মিতা সুদূরের পিয়াসী,জীবনে এনেছিলে কি প্রশান্তি।

দেখা না দেখায় কত পথ পেড়িয়ে,পেয়েছিতো বারেবারে

মনে হলো যেন কত কাছে দাঁড়িয়ে,মিলে ছিলে মোহনার পরে।

পথের সমাপ্তি আরোহণে প্রাপ্তি,পেয়েও হারাই নিঃশেষে

বন্ধু বলেছ যারে মানে নাতো মানা,দাঁড়িয়েছি কাছে এসে।


#কপিরাইট_সংরক্ষিত।