বিভাগ -- কবিতা শিরোনাম -- নীলাঞ্জনা, ভালো আছো তো? কলমে-বন্দনা পাত্র ১৮|০৮|২০২০
এখন তুমি অসম্ভব দূরে থাকো, হৃদয়ের ঘূর্ণি ঝড় এলোমেলো শারীরিক যন্ত্রণায় ঘোমটা টানো ঘর্মাক্ত শরীর হলুদ শাড়ির আঁচলে মোছো নীলাঞ্জনা, ভালো আছো তো? -…
বিভাগ -- কবিতা
শিরোনাম -- নীলাঞ্জনা, ভালো আছো তো?
কলমে-বন্দনা পাত্র
১৮|০৮|২০২০
এখন তুমি অসম্ভব দূরে থাকো,
হৃদয়ের ঘূর্ণি ঝড় এলোমেলো
শারীরিক যন্ত্রণায় ঘোমটা টানো
ঘর্মাক্ত শরীর হলুদ শাড়ির আঁচলে মোছো
নীলাঞ্জনা, ভালো আছো তো? ----
একলা একলা দুপুর বেলা কবিতা পড়ো
কার কবিতা পড়ো? ক্ষুধার্ত চোখে ----
জানালার বাইরে তুমি কি দ্যাখো? ---
অসম্ভব দূরে থাকো কেন?
দরজা ভেঙ্গে বাইরে দেখো, ভালো আছো তো?
বিকেল বেলা সময় করে খেয়া ঘাটে যেও
হলদে রঙের আনন্দ নিয়ে ভ্রমর হয়ে যেও,
সাথে তুমি রোদ-ডোবা বৈকালিক বাতাস কে নিও
না হয় ----,ওর সাথে ই কথা বোলো -----।
নীলাঞ্জনা, ভালো আছো তো?
হালকা রাতের সুগন্ধ ভরা বাতাস এসে
তোমায় ছুঁয়ে দিলো,ওই চুম্বনে
নতুন আকাশ তোমার নতুন চাঁদে
লজ্জা ভীষণ পেলো -----
নীলাঞ্জনা, ভালো আছো তো?