Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

প্রতিদিনের সেরা কবিতা শিরোনাম  -  কবিতার কানন কলমে - মঞ্জুলা বর তারিখ - 05.08.2020
  কত আর দেখবো ! কত শুনবো !  কতো বা আর  চিন্তা করবো  ?  ভাবতে অবাক লাগে --- আপনজনেরা আজ অনেক দূরে, কেন তা বুঝতে পারিনি  ! একে একে সবাই  সরে গেছে --- কেন যে হ…


প্রতিদিনের সেরা কবিতা
শিরোনাম  -  কবিতার কানন
কলমে - মঞ্জুলা বর
তারিখ - 05.08.2020

  কত আর দেখবো !
কত শুনবো !  কতো বা আর  চিন্তা করবো  ?
 ভাবতে অবাক লাগে ---
আপনজনেরা আজ অনেক দূরে,
কেন তা বুঝতে পারিনি  !
একে একে সবাই  সরে গেছে ---
কেন যে হলো জানতে পারিনি  ?
বিষাণ্ণতার ছায়া শুধু আছে  জাপটে !  
হতাশার ছায়া  নীরবে গুমরে গুমরে কাঁদে। 
হৃদয়ে  অলিগলিতে  ক্ষয়ে যাওয়া  স্বপ্ন নিষ্ফল আর্তনাদে ঢেউ তুলে 
যন্ত্রণা সাগরে  ভাসে একাকী,
সোনার রোদ্দুর  সমুদ্রের  জলে খিল খিলিয়ে হেসে একাকিত্বের ছবি আঁকে, ভাবে ! আর স্বপ্ন ও দেখে নীরবে!
 সবুজ পাতা রোদ্দুর  মেখে নীরবে চুপিচুপি  বাতাসে কানে কি যেন  বলে, 
গভীর আক্রোশে অভিমানী পথঘাট ধূলো মাখে,
 শূন্য মাঠও একাকীত্বে যন্ত্রণা বুকে নিয়ে  ক্লান্ত  ! ভীষণ মন খারাপ  ! 
চোখের পাতায় জমে মেঘ  !  
 অঝোর  ধারায় একাকী ঝরে পড়ে,   ইচ্ছেরা যাঁতাকলে খুন !
নির্বাক দর্শক শুধুমাত্র, দেহ শান্ত,মনই অশান্ত!
বির্বণ দেওয়াল ও  নীরবতায়  গন্ধ মেখে সাদা পাতায়  মনের  আল্পনায়
 শব্দ বুনে বুনে রাঙিয়ে তুলে কবিতার খাতা,
 ভরে ওঠে  কাব‍্যধারা।
 সম্মুখে একাকীত্বে  আচমকা মেঘ ফাঁকা !  সময়ে স্রোতে ভাসে কবিতার আলোক মালা। 
ভরে ওঠে  কবিতার কানন।