Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আলো পাখি ইন্দ্রাণী ব্যানার্জী
আমার মনখারাপের বারান্দায় রোজ একটা পাখি আসে। অন্ধকার মনের হদিশ খুঁজে ঠিক হাজিরা দেয়।
আমি ওকে নাম দিয়েছি আলোপাখি। কী তীব্র ওর ছটা। আমাকে গান শোনায়।
গভীর প্রত্যয়ে বাসা বাঁধে আঙুল তুলে শাসন করে আবার কোথা থেকে মুখে ক…

আলো পাখি
ইন্দ্রাণী ব্যানার্জী

আমার মনখারাপের বারান্দায়
রোজ একটা পাখি আসে।
অন্ধকার মনের হদিশ খুঁজে
ঠিক হাজিরা দেয়।

আমি ওকে নাম দিয়েছি আলোপাখি।
কী তীব্র ওর ছটা।
আমাকে গান শোনায়।

গভীর প্রত্যয়ে বাসা বাঁধে
আঙুল তুলে শাসন করে
আবার কোথা থেকে
মুখে করে আনে
খুদকুঁড়ো।
আমার মুখে গুঁজে দিয়ে
কিচ্ কিচ্ করে ডাকে।

আমি যত বলি
যা পাখি যা।
কিছুতেই আমাকে ছাড়ে না।
ভাবটা যেন এই
আমি একটা হাঁদারাম।

আমার গভীর প্রত্যয়ে
রোজ আলোপাখি আসে।