Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক লেখনীশিরোনাম - নারীত্বের বাসনা কলমে - নাসরিন জাহান সিদ্দিকী তারিখ - ১৯/০৮/২০২০
ঘর মানে কি শুধুই মাথা গোঁজার ঠাঁই সম্পর্কের গোঁজামিল দিয়ে চালিয়ে নেওয়া উপলব্ধির ব্যস্ত আরশিতে দেখা ফ্যাকাসে মুখমানিয়ে নেওয়ার কুরুক্ষেত্রে পি…

 

দৈনিক লেখনী

শিরোনাম - নারীত্বের বাসনা 

কলমে - নাসরিন জাহান সিদ্দিকী 

তারিখ - ১৯/০৮/২০২০


ঘর মানে কি শুধুই মাথা গোঁজার ঠাঁই 

সম্পর্কের গোঁজামিল দিয়ে চালিয়ে নেওয়া 

উপলব্ধির ব্যস্ত আরশিতে দেখা ফ্যাকাসে মুখ

মানিয়ে নেওয়ার কুরুক্ষেত্রে পিষ্ট হতে থাকা ।


মেনে নিতে গিয়ে মনের হাড় কাঁপানো ক্ষয় 

বিব্রত করে ভাবনার গোলাপি বিষয় সমূহ

ক্লান্তির আগমনী ছাপ পড়ে বাসগৃহের অন্দরে

দম আটকে সবুজ মন ঝাপটাতে থাকে দিবানিশি ।


খোলা আকাশের বুকে আছড়ে পড়ে 

মুক্তির আস্বাদন খোঁজে বিনয়ী বাসনা 

অপূর্ণতার কালশিটে ছাপ ফেলে জিজীবিষা

তাই ঘর হয়ে যায় বন্দীত্বের সুসজ্জিত বাসর ।


শুধু চাওয়ার এক চিলতে বসত 

ভালোবাসার অলিন্দে আজও কুঁচকে থাকে

অনন্তের সেই অভিবাদনের আশায় 

অবজ্ঞার জঠরে বন্দী নারীর একচালা ঘর ।


     বহরমপুর   মুর্শিদাবাদ