ফেরার সময়
মধুপর্ণা বসু
কোন একটা সময় প্রয়োজন শব্দের শেষ হয় খেলায়,আমিও প্রান্তিক রেখায় সাদা ফুল রেখে আসি। যদিও নিজের বৃত্তে ফেরার ভাবনা দূর ভাসি কিছু অপেক্ষা থাকে 'ছন্দহীন নীরব গোধূলি বেলায়'। তোমার হয়েনি তেমন কিছু অপূরনীয় ক…
ফেরার সময়
মধুপর্ণা বসু
কোন একটা সময় প্রয়োজন শব্দের
শেষ হয় খেলায়,
আমিও প্রান্তিক রেখায় সাদা ফুল
রেখে আসি।
যদিও নিজের বৃত্তে ফেরার ভাবনা
দূর ভাসি
কিছু অপেক্ষা থাকে 'ছন্দহীন নীরব
গোধূলি বেলায়'।
তোমার হয়েনি তেমন কিছু অপূরনীয়
ক্ষতি
আমাদের মধ্যে শব্দেরা ক্লান্ত ইতস্তত দাঁড়িয়ে
বুঝতে পারেনা, কতটুকু হিসেবে
নেবো কুড়িয়ে,
সম্পর্ক নিয়ে মাঝনদীতে আমরা
মন্দগতি।
অস্পষ্ট কিছু কথা স্মৃতির ধূলো
ঝেরে আনি
নমনীয় ভাষায় তারা আজ
ফিরতে চায়,
আমিও প্রান্তিক ভূমি থেকে
এগিয়ে প্রায়
সন্ধ্যার ফিরতি পথে ঠিকানা
দুজনেই জানি।