Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"স্পর্শ" ____@বিজয় ম্রো
যতবার তুমি দূরে দেখা দিয়েছিলেঠিক ততোবার আমি তাকিয়ে থাকি,সেই কথা হয়তো তুমি জান না!যতবার তুমি খুব কাছে এসেছিলে,ততোবার আমি তাকাতে পারি না,সে কথাও হয়তো তুমি জান না।
দূর থেকে দেখা যায়,এলোমেলো বাতাসে উড়ে…

 


"স্পর্শ"

 ____@বিজয় ম্রো


যতবার তুমি দূরে দেখা দিয়েছিলে

ঠিক ততোবার আমি তাকিয়ে থাকি,

সেই কথা হয়তো তুমি জান না!

যতবার তুমি খুব কাছে এসেছিলে,

ততোবার আমি তাকাতে পারি না,

সে কথাও হয়তো তুমি জান না।


দূর থেকে দেখা যায়,এলোমেলো বাতাসে উড়েছে তোমার চুল,

উড়েছে আঁচল, 

কাছে থেকেও উড়েছিল কি উড়ে না!

সে কথা তুমিই জানো,আমি জানি না।


দূর থেকে দেখা যায়,আনমনা তুমি কবিতার আল্পনা,

আমাকে কারণ করে তোমার কল্পনা!

কাছে থেকেও কি তুমি আনমনে?আমাকে দেখ?

সে কথা তুমিই জানো,আমি জানি না।


প্রতিদিন তুমি আসবে, আমি জানি,

হঠাৎ একদিন আসোনি!

আঁধার ছুঁয়েছিল অপলক আঁখি আমার,

সে কথা হয়তো তুমি জানো না!।


যতদূর, ততোদূর নয় হৃদের স্পর্শন,

যত কাছে ততোটাও কাছে নয়,

দূর থেকে যে কতবার তোমায় আমার ভেবে নিয়েছি!

সে কথাও হয়তো তুমি জান না।

___________________________________