#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা#তারিখঃ ২৯/৮/২০২০#গদ্যকবিতা
#নামঃ খুঁজি খুঁজি জীবন
#কলমেঃ মধুপর্ণা বসু
দৃষ্টি বিলাস আজ খুব সহজে গণ্ডীর ভেতরে চলাচল করে,চোখের ভরসা যতদূর ভ্রমণ করে,তার সাথে অবিরত আশপাশ দিয়ে ছুটে যাওয়া গড্ডালিকা প্রবাহে যদি …
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#তারিখঃ ২৯/৮/২০২০
#গদ্যকবিতা
#নামঃ খুঁজি খুঁজি জীবন
#কলমেঃ মধুপর্ণা বসু
দৃষ্টি বিলাস আজ খুব সহজে গণ্ডীর ভেতরে চলাচল করে,
চোখের ভরসা যতদূর ভ্রমণ করে,
তার সাথে অবিরত আশপাশ দিয়ে ছুটে যাওয়া গড্ডালিকা প্রবাহে যদি
হঠাৎ আঙুল ছুঁয়ে দাও..
হাতে চলে আসবে থার্মোমিটারের ব্রোমিনের মতো টলটলে শূন্যতা, উজ্জ্বল, চকচকে, লোভনীয়।
চাইছো ধরতে, নাগালের মধ্যে এইতো ভীষণ স্পষ্ট অথচ বার বার হাত ফসকে পিছলে যায়।
কেমন ভীষণ পিচ্ছিল আমাদের জীবন। ভাবি আয়ত্তে আছে, আসলে কিন্তু খোলা আকাশে মাঞ্জায় কেটে উড়ে যাওয়া পেটকাট্টি ঘুড়ির মতো ভোকাট্টা--
যতক্ষন আছে, একটা অন্যরকম উত্তেজনা, কত পরিকল্পনা
ওঠাপড়া, ছুটন্ত জানলা, উড়ন্ত পাহাড়, ব্রিটেনের আবহাওয়া পরিবর্তনের মতো অন্যরকম একটা শিহরণ, মেঘ বৃষ্টি রোদ্দুর।
চাইছি ভীষণ কিন্তু পাচ্ছিনা। ' সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায়না তারে ধরা'
মুহুর্তে সবকিছু শূন্য, ধরা ছোঁয়া, অনুভবের ঊর্ধ্বে, ' কোথা যে উধাও হল..'
যতই ডাকো, হাতরাও, চীৎকার করে চার দেওয়াল কাঁপিয়ে দাও।
কান্নায় বুক ফেটে যাক..
না, দেহ নেই, কোন সাড়া নেই, অস্তিত্ব নেই, সব প্রশ্নের উত্তর বাকি থেকে যায়।
জীবন, ও আমার পোড়া জীবন, ও জীবন কইরে?
ভীষণ ভাবে চাইছি, অথচ পাচ্ছিনা, সামনে একটা মহা অন্ধকার খাদ। খুব সাবধানে হাঁটাচলা করি, চোখে দূরবীন লাগিয়েও ভুল রাস্তা বারবার
তারপর ক্লান্ত হয়ে সেই গভীর খাদের পাশে বসি,
উঠোন জুড়ে অনিশ্চয়তার জল থৈথৈ করে বন্যা বুকে নিয়ে আমাদের ধান রোঁয়া।