Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#কবিতা#উত্তর দাও,জনার্দনকবি:দেবাশিষ বসু ২৯/০৮/২০২০
এক কথা বারবার বললে হয় চর্বিত চর্বণঅথচ খবরের কাগজের পাতায়দূরদর্শনের আলোর উজ্জ্বলতায়এক ছবি এক বিজ্ঞাপন মিথ‍্যেটা বারবার বললে সত‍্যি হয়একা গোয়েবলস দোষী নয়সত‍্যের বারবার বলার নেই কোন …

 


#কবিতা

#উত্তর দাও,জনার্দন

কবি:দেবাশিষ বসু 

২৯/০৮/২০২০


এক কথা বারবার বললে হয় চর্বিত চর্বণ

অথচ খবরের কাগজের পাতায়

দূরদর্শনের আলোর উজ্জ্বলতায়

এক ছবি এক বিজ্ঞাপন 

মিথ‍্যেটা বারবার বললে সত‍্যি হয়

একা গোয়েবলস দোষী নয়

সত‍্যের বারবার বলার নেই কোন দায়

তাই বরাবরই পরাজিত মিথ‍্যার ছলনায়

মিথ‍্যেই অর্জুনের শ্রেষ্ঠত্বের জন‍্য একলব‍্যের বৃদ্ধাঙ্গুলি কর্তন

নীচ নিষাদ জাতিকে দুর্বল পশ্চাতে  রাখাই সফল কারণ

একলব‍্যের বিদ‍্যায় তারা যাতে না হয় কুশলী ধনুর্ধর

তবেই তো থাকবে আর্যের রাজপাট -বর্ণশ্রেষ্ঠের আড়ম্বর

কেন পুড়ে মরে জতুগৃহে- পুরন্দর আর তার আত্মীয় পরিজন

কেন অসংখ্য জনজাতির জ্বলন্ত শরীরে খাণ্ডবদহন

কি কাজে লেগেছিল গাণ্ডীব- কেন সহস্র গরীবের রক্তলাঞ্ছিত সুদর্শন

একবিংশ শতাব্দী এই প্রশ্নের উত্তর চায় -জবাব দাও,জনার্দন


সত‍্য মিথ্যা মিথ্যা সত‍্যের ক‍্যালাইডোস্কোপে

বারবার বলা একই মিথ্যা অবিনশ্বর পাকচক্রে

সত‍্য হারিয়ে যায় সংখ‍্যাধিক‍্যের গণতন্ত্রে

স্কচের বোতল খুলে মিথ‍্যা জয়ী-সত‍্য বন্দী নিজের স্বাতন্ত্র্যে