Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

২৫/৮/২০
সাপ্তাহিক প্রতিযোগিতা:-২১বিষয়:--#আমাদের_ তেরঙ্গা_ পতাকা#শিরোনাম:- জাতীয় পতাকার তাৎপর্যকলমে:-- শিবানী গুপ্ত
অতি মনোহর দৃষ্টি নন্দন আমাদের জাতীয় পতাকা ।উপরে গেরুয়া নীচেতে সবুজ মাঝে  সাদা রঙের বুকে অশোক চক্রটি যায় যে দেখা…

 


২৫/৮/২০


সাপ্তাহিক প্রতিযোগিতা:-২১

বিষয়:--#আমাদের_ তেরঙ্গা_ পতাকা#

শিরোনাম:- জাতীয় পতাকার তাৎপর্য

কলমে:-- শিবানী গুপ্ত


অতি মনোহর দৃষ্টি নন্দন আমাদের জাতীয় পতাকা ।

উপরে গেরুয়া নীচেতে সবুজ 

মাঝে  সাদা রঙের বুকে অশোক চক্রটি যায় যে দেখা।


ভারতের জাতীয় পতাকা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল-- একথা তো সঠিক।

গেরুয়া রঙটির তাৎপর্য জানি,

গভীর প্রত‍্যয়ী বিশ্বাসে ও মানি,

ত‍্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।

সাদা রঙখানি শুভ্র-পবিত্রতায় মাখা।

শান্তি ও স্নিগ্ধ পবিত্রতার তাৎপর্যেতে আঁকা।

তার মাঝে অশোক চক্রটি স্বমহিমায় চিত্রিত।

উন্নতি ও গতিশীলতার প্রতীকরূপে চিহ্নিত।

সবুজ রঙটি দেখায় জীবনের দিশা যে সঠিক।

জীবনধর্মী,নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক।

আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা সূর্যের মতো দীপ্ত হয়ে আলোকিত।

ধন‍্য জীবন ,ধন‍্য মোরা, ভারতবাসী বলে গর্বিত।

আমরা ভারতী,সবাই ভারতমাতার সন্তান।

প্রাণের আহুতি দিয়েও রাখবো তেরঙ্গা জাতীয় পতাকার সম্মান।