কবিতা—এষনা !শক্তি কুন্ডু ৷
বুকের মধ্যে লাফিয়ে ওঠে বুটের আওয়াজ...চোখের মধ্যে ভেসে ওঠে চাবুক দাগের দগদগে পিঠ... ভেসে ওঠে আঠারো বছর বয়স গুলোর গলায় ঝুলছে ফাঁসির দড়ি...!
নাকে এখনো লেগে আছে লাশের গন্ধ ,মনের মধ্যে ক্ষয় হীন সেই দিনের কথা এ…
কবিতা—এষনা !
শক্তি কুন্ডু ৷
বুকের মধ্যে লাফিয়ে ওঠে বুটের আওয়াজ...চোখের মধ্যে ভেসে ওঠে চাবুক দাগের দগদগে পিঠ...
ভেসে ওঠে আঠারো বছর বয়স গুলোর গলায় ঝুলছে ফাঁসির দড়ি...!
নাকে এখনো লেগে আছে লাশের গন্ধ ,
মনের মধ্যে ক্ষয় হীন সেই দিনের কথা
এমন করেই বলতে থাকে
নব্বই ছোঁয়া বৃদ্ধ
কানাই কাকা ...!
এমন অনেক কানাই কাকা ছড়িয়ে আছে আশে পাশে ...আমরা তাদের
প্রণাম তো দূরের কথা
কেমন আছেন খবর টুকু ও নিইনা তেমন করে !
নিয়ম মতন দিবস যাপন
এক মিনিটের নীরবতায় সেরে ফেলি...!
পতাকার উত্তোলোকও গাল ভরে কিছু গল্পকথা শুনিয়ে দিয়ে
বছর খানেক বিশ্রামে যান ৷
কানাই কাকারা স্বাধীন দেশে পরাধীনতায় বেঁচে থাকে...চোখ কেড়েছে ব্রিটিশ পুলিশ ..
হাত কেটেছে নুন দিয়েছে
দড়ি বেঁধে গাড়ির সাথে টান মেরেছে ...সেসব এখন
অতীত ৷
তবু মনের জোরে বেঁচে থাকা...তবে বাঁচার মতো বাঁচছে কোথায়... !!
যেখানে স্বাধীন দেশ শেঁকলে বাঁধা ...
যেখানে শান্তির প্রতিটা ডানা ভাঙা !!
সেখানে কানাই কাকারা ভোরের সূর্য ,পাখির গান
আর মাটির সোঁদা গন্ধ ছুঁতে কি পারে কখনো..!!!