Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#জেগে_ওঠো_১৯৭১_সাল 
আফসানা আহমেদ সিলভি  
জ্বলন্ত আগুনের ছটায়,পুড়ছে জীবন্ত ষোড়শীমাসুম শিশুর কান্না ভেজা নিস্পাপ মায়াবী মুখ! বৃদ্ধ বাবার জীর্ন দেহ!আর্তচিৎকার?? নেই বাঁচাবার জীবনরক্ষাকারী।ইয়েমেনের কিশোরীর কিছু আটা ও পানি চেয়ে লেখা চিঠ…

 

#জেগে_ওঠো_১৯৭১_সাল 


আফসানা আহমেদ সিলভি  


জ্বলন্ত আগুনের ছটায়,

পুড়ছে জীবন্ত ষোড়শী

মাসুম শিশুর কান্না ভেজা নিস্পাপ মায়াবী মুখ! 

বৃদ্ধ বাবার জীর্ন দেহ!

আর্তচিৎকার?? 

নেই বাঁচাবার জীবনরক্ষাকারী।

ইয়েমেনের কিশোরীর কিছু আটা ও পানি চেয়ে লেখা চিঠিতে মা'কে বাঁচানোর তাগিদ!!

অসুস্থ মা'কে ঘাসপাতা সিদ্ধ করে খাইয়ে বাঁচানো বন্দুকধারী নরপিশাচরা কর্নপাতও করেনা হৈ হুল্লোড়ে 

মেতেছে হত্যায়?? 

জনতাকাতর রাস্তায়

চুপটি করে থাকা পথিকের,

রাজনীতির প্রেক্ষিতে  উস্কানীমূলক নানা ছলনার রক্তাক্ত জখম শরীরের লাশ!

রক্ত জবার মতো লাল আভা

বিদ্রোহ করে উড়িয়ে দাও।

কারবালা প্রান্তরের কেঁদে ওঠা...

এমনই আনদোলনের লাল আভার চিহ্ন 

চারিদিকে জেগে উঠুক।।

১৯৭১ সালের মিছিলের আন্দোলনের মতো 

আরেকটি দূর্গ গড়ে তুলি,

ঘরে ঘরে রাজপথে নারী পুরুষ সকলেই

লাল পতাকা উড়িয়ে দেই, 

বিদ্রোহে বিদ্রোহে...

ভেঙ্গে ফেলি অন্যায় জালিয়াতি 

ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেই ধর্ষকদলের 

মুখোশে ঢাকা ভয়ঙ্কর অমানুষী রূপ।