Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#বিভাগ_কবিতা#শিরোনাম#প্রতিবন্ধী_স্বাধীনতা #কলমে_বীরেন_আচার্য্য#১৪ই_আগষ্ট_২০২০ 
প্রতিবন্ধী_স্বাধীনতা ----------------------আইন যেথা বইয়ের পাতায় বিচারের চোখ বাঁধা কালো কাপড়ে সেথায় স্বাধীনতা কাঁদে স্বাধীনতা হীনতায় ;পুলিশ প্রাণ বাঁচাত…

 

#বিভাগ_কবিতা

#শিরোনাম

#প্রতিবন্ধী_স্বাধীনতা 

#কলমে_বীরেন_আচার্য্য

#১৪ই_আগষ্ট_২০২০ 


প্রতিবন্ধী_স্বাধীনতা 

----------------------

আইন যেথা বইয়ের পাতায় 

বিচারের চোখ বাঁধা কালো কাপড়ে 

সেথায় স্বাধীনতা কাঁদে স্বাধীনতা হীনতায় ;

পুলিশ প্রাণ বাঁচাতে মুখ ঢাকে ফাইলে -

সাক্ষ‍্য প্রমাণ অভাবে গণতন্ত্র চোখ মোছে 

বাতাসীর অপবিত্র ছেঁড়া কাপড়টায় ।

বেআব্রু শিক্ষায় বদল হয় মার্কশীট আন্দোলনে ; 

চারবছরের মেয়েটার যৌনরস শোঁকে 

অতি গণতন্ত্রী লোভী কিছু সারমেয় 

শিক্ষালয়ে ভরদুপুরে ;

কাঁদে স্বাধীনতা স্বাধীনতা হীনতায় ।

মহোৎসবে গণতান্ত্রিক উৎসব ; 

আগের রাতে ছোট্ট আদর নল ঠেকিয়ে 

" আপনি তো প্রিসাইডিং ? শুধু দেখে যাবেন ; " 

-- অসহায় বৃদ্ধ শুধু বলেছিলেন - 

" বাবা আমার ছাপটা আমিই দিই ? "

সপাটে চড় বৃদ্ধের গালে -

করুণ জল ভরা দৃষ্টি আমার দিকে 

হাতে ক্ষমতা অথচ নীরব দর্শক ;

বাড়িতে বছর পাঁচেকের ছেলে -

হোমগার্ডটা সেই " আতঙ্ক "এর ছাত্রটির মত বলে- 

" মাষ্টার মশাই আপনি কিছু দেখেন নি " ।

সেই মুহূর্তে মনে হয় স্বাধীনতা তুমি কোথায় ?

অধিক রাতে রেড করলাম ছিনে বস্তি ;

জালে রাতের ঘুম কাড়া ত্রাস " কালী " 

দশটা মার্ডার , একই সঙ্গে মা - মেয়েকে ধর্ষণ , 

ব‍্যাঙ্ক লুট  - ধারার পর ধারা ; তবুও -

সব ধারা থেমে যায় একটি মাত্র ফোনে ;

" কালীকে ছেড়ে দিন " ।

- স‍্যর ! ও -.....

" ও আমাদের দলের লোক - 

হাতে সংখ‍্যালঘু ভোট দশ হাজার ;

চাকরি হারাতে না চাইলে ছাড়ুন " -

স্বাধীনতা তখন চেয়ারে বসে চোখ মোছে।

বিচারককে আগাম রায় শোনায় দূরাভাষ ;

অপর প্রান্তে সোমত্ত মেয়ের  আর্ত চিৎকার -

" বাবা ! বাঁচাও ", মোলেস্টের বিনিময়ে প্রাপ্তিস্বীকার ; রায় শোনে জনগণ ।

গণতন্ত্রের নাটমন্দিরে কবিগান ,খেউর , আর 

আদি পঞ্চরস , চ‍্যানেলে চলে তরজা ; 

নীরবে উধাও হয় নীরব- কোটি কোটি স্বপ্ন নিয়ে,

যেমন করে উধাও হয় বাতাসীদের সতীত্ব;

উধাও হয় অসহায় গরীবের ত্রাণের টাকা - 

বিচার কাঁদে বিচারহীনতায় - 

শুধু তিয়াত্তরের স্বাধীনতা বুড়ির চিৎকার -

" ওরে কে আছিস- আমায় একটা হুইলচেয়ার দে, তোদের গণতন্ত্রে আমি পা হারিয়েছি, 

হাত হারিয়েছি , চোখ ,  এমন কি মনটাও " ।


----------------×------------------