Page Nav

HIDE

Post/Page

May 26, 2025

Weather Location

Breaking News:
latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৭
বিষয়ঃ- গৃহবন্দী জীবন
বিভাগঃ-ছড়া কবিতা
শিরোনামঃ-সহমর্মী

✍মনোজ ভৌমিক
তারিখঃ- ২৯।০৭।২০২০

বলছে টিয়া, ও কাকাতুয়া
আমরা খাঁচায় বন্দী,
এসব কিন্তু মানুষদের
বড়ই দুরভিসন্ধি।

স্বজন ছাড়া আমরা একা
কেমনে থাকি বল…

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৭
বিষয়ঃ- গৃহবন্দী জীবন
বিভাগঃ-ছড়া কবিতা
শিরোনামঃ-সহমর্মী

✍মনোজ ভৌমিক
তারিখঃ- ২৯।০৭।২০২০

বলছে টিয়া, ও কাকাতুয়া
আমরা খাঁচায় বন্দী,
এসব কিন্তু মানুষদের
বড়ই দুরভিসন্ধি।

স্বজন ছাড়া আমরা একা
কেমনে থাকি বলনা!
সদাই মোরা ওদের কাছে
হয়েছি বড় খেলনা।

মাস দু'য়ের লকডাউনে
বদ্ধ ছিল বন্ধ ঘরে,
বন্দীখাঁচায় কেমন ছিল
বলবে কেমন করে!

আজকে দেখো পিলপিলিয়ে
ছুটছে মনের মত,
টিয়া আর কাকাতুয়ার
ভাবনা ভেবেই হত।

খোকন সোনা ভাবলো বসে
ব্যালকনিটায় এসে,
দুইটি খাঁচা খুলে ওদের
উড়িয়েই দিলো শেষে।