Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের

ঈদের উপহার সামগ্রী বিতরণ করে ফেরার পথে জাতীয় সড়কে ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল তমলুকের এক যুবকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যুবক।

শনিবার বিকেলে হলদিয়া মেছাদা 41 নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানার গারুঘাটা এলাক…


 ঈদের উপহার সামগ্রী বিতরণ করে ফেরার পথে জাতীয় সড়কে ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল তমলুকের এক যুবকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যুবক।

শনিবার বিকেলে হলদিয়া মেছাদা 41 নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানার গারুঘাটা এলাকার ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক শেখ শাহাবাজ (২৭)। তমলুক থানার কাকগেছিয়া এলাকার বাসিন্দা। এদিন বিকেলে তিন বন্ধু মিলে একটি বাইকে চড়ে ঈদের উপহার সামগ্রী বিতরনে বেরিয়েছিলেন। গারুঘাটা এলাকায় এক আত্মীয় বাড়িতে সেই উপহার সামগ্রী পৌঁছে দিয়ে ফের 41 নম্বর জাতীয় সড়ক ঘরেই বাড়ি ফিরছিলেন তারা। এমন সময় পেছনে থাকা একটি ডাম্পারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে। আর ডাম্পারের তলায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন এই তিন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 সেই সঙ্গে বাকি দুই যুবক শেখ উবায় ও শেখ সালাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বভাবতই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এদিন দুপুরে একইভাবে তমলুকের নিমতৌড়ি তে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গুরুতর জখম হন এক বাইক আরোহী। তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।