সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা প্রতিযোগিতাকবিতা-----"সেদিন হয়েছে বাসি"----------দীপক বিশ্বাস,০৩/০৮/২০২০
চিঠির জায়গা--- মুঠোফোনেনিয়েছে আজ কেড়ে,দুনিয়াটা --------- ঊর্ধ্ব দিকেইঅনেক গেছে বেড়ে।
যতোই ঊর্ধ্বে ------যাক দ…
সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা প্রতিযোগিতা
কবিতা-----
"সেদিন হয়েছে বাসি"----------
দীপক বিশ্বাস,
০৩/০৮/২০২০
চিঠির জায়গা--- মুঠোফোনে
নিয়েছে আজ কেড়ে,
দুনিয়াটা --------- ঊর্ধ্ব দিকেই
অনেক গেছে বেড়ে।
যতোই ঊর্ধ্বে ------যাক দুনিয়া
প্রেম তো নাই যে মনে!
আগের কথা ------ভাবে সবাই
প্রতি ক্ষণেই' ক্ষণে
হলুদ রঙের -----খামের মাঝে
চিঠি পরশ মাখা,
রোজ তো হচ্ছে ---কথা এখন
কিন্তু মনে ফাঁকা।
মনের মাঝে ------দোলা দিতো
ফিরতি চিঠির আশে,
আজ তো সেদিন ---হয়ে বাসি
চোখের পাতায় ভাসে।
অপেক্ষার এক ----পরশ নিয়ে
কাটতো দিবস কতো!
আজকাল কথা হয় যে ফোনে
বলতে পারো যতো।
অধিক হলে----- মন ভরে যায়
এটাই সত্যি কথা,
যতোই বলো------- মিষ্টি মধুর
প্রাণে বাজে ব্যথা।