#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_২০।#বিভাগ_কবিতা।#বিষয়_বন্ধুত্বের_অবমাননা।#কবিতা_বন্ধু_পরস্পর।#কলমে_বিভাস_দাস।#তারিখ_২১_০৮_২০২০।#শব্দ_সংখ্যা_২৮।=============================জীবন বদলে যেতেই পারে বন্ধু পেলে ভালো!অন্ধকারাচ্ছন্ন পথেবন্ধু…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_২০।
#বিভাগ_কবিতা।
#বিষয়_বন্ধুত্বের_অবমাননা।
#কবিতা_বন্ধু_পরস্পর।
#কলমে_বিভাস_দাস।
#তারিখ_২১_০৮_২০২০।
#শব্দ_সংখ্যা_২৮।
=============================
জীবন বদলে যেতেই পারে
বন্ধু পেলে ভালো!
অন্ধকারাচ্ছন্ন পথে
বন্ধু জ্বালায় আলো!!
এই জীবনের চলবার পথে
দুঃখে এবং সুখে,
সবার প্রথমেতেই আসে
বন্ধুর নাম মুখে!!
বাবা-মা-ভাই-বোনের পরে
অতীব আপনজন,
সেই তো প্রিয় বন্ধু সবার
পাশে সর্বক্ষণ!!
বন্ধুত্বের ইতিহাস গড়ে
শ্রীকৃষ্ণ ও সুদামা!
ওদের জীবনে বন্ধু শব্দ
সত্যি সার্থকনামা!!
বন্ধুই যেন জীবনের সার
মনে হয় সহোদর!
সারাটা জীবন থাকে পাশাপাশি
দুজনে পরস্পর!!
কখনও কখনও শত্রুরা আসে
বন্ধু-ছদ্মবেশে!
বিশ্বাস আদায় করে প্রথমেই
অভিনয়ে ভালোবেসে!!
বন্ধুত্বের এই চূড়ান্ত
রূঢ় অবমাননাতে,
বন্ধু শব্দ কলঙ্কিত
ঘৃণ্য সে সংঘাতে!!