Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব -২০বিষয়-বন্ধুত্বের অবমাননা শিরোনাম -বন্ধুত্বের অবমাননা কলমে - অপর্ণা চক্রবর্তী তারিখ -২২/০৮/২
ছেলে বেলার বন্ধু যে তুই অতি প্রিয় মোরশৈশবটা কাটিয়ে ছিলাম হাত ধরে তোরনীল গগনের নীচে মোরা বেঁধেছি …

 

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব -২০

বিষয়-বন্ধুত্বের অবমাননা 

শিরোনাম -বন্ধুত্বের অবমাননা 

কলমে - অপর্ণা চক্রবর্তী 

তারিখ -২২/০৮/২


ছেলে বেলার বন্ধু যে তুই অতি প্রিয় মোর

শৈশবটা কাটিয়ে ছিলাম হাত ধরে তোর

নীল গগনের নীচে মোরা বেঁধেছি খেলার জুটি

করেছি কত ঘোরাঘুরি মারামারি আর খুনসুটি।

তোর সাথে মনের কথা করেছি আদান প্রদান

তৈরি হয়েছিল দুজনের মধ্যে একটা বন্ধুত্বের টান।

সময়ের সাথে একদিন মোরা হলাম বড়ো যখন 

বদলে গেল আশেপাশের লোকজন পরিস্থিতি তখন।

ছেলে মেয়ের মধ্যে নাকি  কখনো বন্ধুত্ব হয়না

তাই তাদের একসাথে মেলামেশা করতে দেওয়া যায় না

সহসা একদিন তুই বলে দিলি ভালোবাসার কথা

বন্ধুত্বের দুয়ারে পড়ল তখন শত সহস্র কাঁটা।

আর সকলের মতো যে তুই কইবি এমন কথা

ভেবেও আমি পাইনি কূল প্রাণে লাগে ব‍্যথা

বন্ধুকে তুই বন্ধুত্ব দিয়ে পারলি না ধরে রাখতে

চাইলি যে তুই মোদের বন্ধুত্বকে ভালো বাসায় বাঁধতে।

এভাবে মোর বন্ধুত্বের তুই করবি অবমাননা

কখনো আমি এমন কিছু স্বপ্নেও ভাবতে পারিনা

সত্যিকারের বন্ধু পাওয়া এখন মেলা ভার

স্বার্থ ঘেরা বন্ধুত্ব ছড়িয়ে রয়েছে চারধার।

চেয়ে ছিলাম সারাজীবন ধরে তোকে রাখতে

ভালোবাসা দিয়ে নয় রে বন্ধুত্ব দিয়ে বাঁধতে।