Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১বিষয়- আমাদের তেরঙ্গা পতাকাবিভাগ- কবিতাশিরোনাম- স্বাধীনতাকলমে- স্বপন চক্রবর্তী তারিখ- ২9/০৮/২০২০
ওই যে দাঁড়িয়ে, পত্ পত্ করে উড়ছে পতাকা,ওটাই আমার তিনটে রঙের স্বপ্নের স্বাধীনতা।
কতটা রক্ত চাতাল ভাসলে তবে …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১

বিষয়- আমাদের তেরঙ্গা পতাকা

বিভাগ- কবিতা

শিরোনাম- স্বাধীনতা

কলমে- স্বপন চক্রবর্তী 

তারিখ- ২9/০৮/২০২০


ওই যে দাঁড়িয়ে, পত্ পত্ করে উড়ছে পতাকা,

ওটাই আমার তিনটে রঙের স্বপ্নের স্বাধীনতা।


কতটা রক্ত চাতাল ভাসলে তবে পাওয়া যায় ?

কত লাল কুমকুমে  আকাশ রাঙাতে হয় ?

কতগুলো লাশ গুম হয়,কত ভাসে জলে?

কত সবুজ স্বপ্ন , কত প্রেমিক পুড়লে ? 

সারি সারি কবর, দাবানল শ্মশানের চিতা, 

তবে তিন রঙে চড়ে, আসে স্বাধীনতা। 


আমি মূর্খ, এতসব পঞ্চতন্ত্র বুঝিনি কখনো, 

 শুধু জানি সেবাধর্মী নেতাগণ পরম পূজ্য।  

 আমি নির্বোধ, দেখি লাল নীল স্বপ্নের বাগানে,

খেলা করে শত শত পাখি, আনমনে।

অঝোরে পুষ্পবৃষ্টি, নদীকূল ভেসে যায়,

শস্য ক্ষেত, শ্রমিকের কারখানা, লোকালয়। 


এসব রাতের স্বপ্ন।  ভোরে দেখি স্নান সারা,

পরিপাটি , গুটি গুটি পায়ে আসছেন তিনি।

দালানে বাঁধা আছে সোনার হরিণ জোড়া,

আমি অজ্ঞ, তার ভাষণের কিছুই বুঝিনি।


শুধু দেখি, একটা ঢাউস তেরঙ্গা পতাকা , 

ঝপাত করে খুলে দিলো ডানা।   

তিন রঙে পত্ পত্ করে,  উড়ে চললো স্বাধীনতা ।