সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১বিষয়- আমাদের তেরঙ্গা পতাকাবিভাগ- কবিতাশিরোনাম- এক সূত্রেকলমে- স্বাগতা চ্যাটার্জীতারিখ- ২৪/০৮/২০২০
তেরঙ্গা তোমার ছত্রছায়ায়,শান্তি,সম্প্রীতি,ত্যাগের মহিমায়,জাতীয় প্রতীকের গরবে মোরাবৈচিত্রের মাঝেও এক…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১
বিষয়- আমাদের তেরঙ্গা পতাকা
বিভাগ- কবিতা
শিরোনাম- এক সূত্রে
কলমে- স্বাগতা চ্যাটার্জী
তারিখ- ২৪/০৮/২০২০
তেরঙ্গা তোমার ছত্রছায়ায়,
শান্তি,সম্প্রীতি,ত্যাগের মহিমায়,
জাতীয় প্রতীকের গরবে মোরা
বৈচিত্রের মাঝেও একই সূত্রে বাঁধা।
ইতিহাসের পাতায় জ্বলজ্বল আজ
দাসত্বের নাগপাশ থেকে মুক্তির স্বাদ,
তোমার গরবে উচ্চশির মোরা,
মাতৃভূমি মোর সকল দেশের সেরা।
কত বীরত্ব, কত বলিদান
স্বাধীনতার বাড়িয়েছে মান,
গর্বিত ভারতবাসী সবে তুলি তান
গাই আজ স্বাধীনতার জয়গান।