Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেঙ্গু মোকাবিলায় নিয়োগ পূর্ব মেদিনীপুরে

ডেঙ্গু মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে ৯ জনকে নিয়োগ করলো জেলা স্বাস্থ্য দপ্তর।
ডেঙ্গু মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলায় ৯জন ফ্লেবোটমিস্ট নিয়োগ করল জেলা স্বাস্থদপ্তর। এর আগে এই পদে জেলায় কখনো নিয়োগ হয়নি। এবারই এই প্রথম রাজ্য স্বাস…

 

ডেঙ্গু মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে ৯ জনকে নিয়োগ করলো জেলা স্বাস্থ্য দপ্তর।


ডেঙ্গু মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলায় ৯জন ফ্লেবোটমিস্ট নিয়োগ করল জেলা স্বাস্থদপ্তর। এর আগে এই পদে জেলায় কখনো নিয়োগ হয়নি। এবারই এই প্রথম রাজ্য স্বাস্থদপ্তর ডেঙ্গু প্রতিরোধে রক্ত টানার জন্য ওই পদে নিয়োগ ছাড়পত্র দিয়েছে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থদপ্তর বিজ্ঞপ্তি দিয়েছিল। প্রায় ১০০জন আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ শেষে 9 জন কে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল বলেন, আগে মেডিকেল টেকনোলজিস্টরাই রক্ত টানতেন। ডেঙ্গু মোকাবিলায় রক্ত সংগ্রহ করে টেস্ট করতে হয়। তাই রক্ত টানার জন্য এবার ফ্লেবোটমিস্ট নিয়োগ করা হলো। এই পদটি অস্থায়ীভাবে নেওয়া হয়েছে। পারিশ্রমিক হিসাবে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। করোনা আবহাওয়ার মধ্যেও স্বাস্থ্য দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগ পত্র পাওয়ায় বেজায় খুশি ৯জন ছেলেমেয়ে।।