শহীদ ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস পালিত হল তমলুকে।।
আজ ১১ ই আগস্ট । ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম প্রয়াণ দিবস। এই দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবার পরিকল্পনা থাকলেও করোনা অতি মারির কারণ…
শহীদ ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস পালিত হল তমলুকে।।
আজ ১১ ই আগস্ট । ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম প্রয়াণ দিবস। এই দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবার পরিকল্পনা থাকলেও করোনা অতি মারির কারণে তা সম্ভব হয়নি।
এতদসত্ত্বেও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বানে রাজ্য জুড়ে এই দিনটি শিক্ষক শিক্ষিকা গন বাড়িতে বাড়িতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছেন । সমিতির দাবী
" প্রাথমিকের সিলেবাস থেকে স্বাধীনতা আন্দোলনের নানান কাহিনী বিশেষ করে নেতাজী, ক্ষুদিরামের কাহিনী কে তুলে দেওয়া হয়েছে । ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা আন্দোলনের নানান কাহিনী পড়ে জানতে পারে,চরিত্র গঠন হয়, মূল্যবোধ গড়ে ওঠে সেজন্য নেতাজী, ক্ষুদিরাম ,ভগৎ সিং সূর্যসেন, প্রীতিলতা প্রমূখ স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী গল্পের আকারে সিলেবাসের অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরী "।
এদিন মাল্যদানের পাশাপাশি গান আবৃতি ও ক্ষুদিরাম কে নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসইউসিআই এর ছাত্র সংগঠন ডি এস ও, যুব সংগঠন ডিআইও, মহিলা সংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করা হয়।