করোনার আবহে লকডাউনের মাঝে এলাকার মানুষের শারীরিক দিক টা লক্ষ্য রেখে করোনা ভাইরাস নিয়ে সচেতনোতার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এবার রাস্তায় নামল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরিশা গ্রামের স্বামীজি একাডেমির সদস্যরা, এলাকা বাস…
করোনার আবহে লকডাউনের মাঝে এলাকার মানুষের শারীরিক দিক টা লক্ষ্য রেখে করোনা ভাইরাস নিয়ে সচেতনোতার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এবার রাস্তায় নামল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরিশা গ্রামের স্বামীজি একাডেমির সদস্যরা, এলাকা বাসীর কাছে খুব সুপরিচিত হিসাবে রয়েছে এই সমাজ সেবী সংগঠন, সারা বছর বিভিন্ন সমাজ সেবক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সমাজ সেবী সংগঠন, এবার লকডাউন এর মাঝে এলাকার মানুষের সুবিধার্থে এবং তাদের শারীরিক দিক তা লক্ষ্য রেখে এলাকা সাফাই অভিযানে নামল স্বামীজি একাডেমির সকল সদস্যরা, সাফাই অভিযান এর পাশাপাশি এলাকার মানুষকে বার্তা দিচ্ছে লকডাউনের নিয়ম মেনে চলার পাশাপাশি মহামারি ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার লক্ষ্যে সময় দূরত্ব বজায় রাখা এবং মাক্স ব্যবহার করার বার্তা দিল স্বামীজি একাডেমি সদস্যরা, তার পাশাপাশি ডেঙ্গু থেকে এলাকা বাসীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এলাকা পরিছন্নতা করারও বার্তা দিল স্বামীজি একাডেমির সদস্যরা, বরিশা স্বামীজি একাডেমির সম্পাদক বিশ্বনাথ দাস বলেন এলাকার মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই আমাদের এই পদক্ষেপ, আগামী দিনেও এভাবেই আমরা সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকব এবং এই মহামারী ভাইরাস থেকে যাতে সকল এলাকাবাসী মুক্ত থাকে তার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, তবে লকডাউনের মাঝে স্বামীজি একাডেমীর সকল সদস্যের এই কার্যকলাপ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে ব্লক প্রশাসন থেকে এলাকার বাসিন্দারা।