Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা লেখনি সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২২
বিভাগ-কবিতাএর_নাম_ভালোবাসাকলমে/মলয় চন্দন মুখার্জ্জী ২১/০৮/২০২০"""""""""""""""""""""""…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২২


বিভাগ-কবিতা

এর_নাম_ভালোবাসা

কলমে/মলয় চন্দন মুখার্জ্জী 

২১/০৮/২০২০

"""""""""""""""""""""""""""""""""""""

যদি কারও তরে তব আঁখি ঝরে,

বুঝাবারে না পাও ভাষা!

সেই অনুভূতি আর কিছু নয়,

তারই নাম ভালোবাসা।

হৃদয়ে যদি জাগে সুখানুভূতি --

হৃদয় ওঠে গো দুলে,

হৃদয় বাগিচা এই মধুমাসে

ছেয়ে যায় ফুলে ফুলে!

যেন কোনো তরী হৃদয় নদীতে 

মনে হয় ভেসে আসে।

তবে জেনো তাহা আর কিছু নয়

কেউ বুঝি ভালোবাসে ।

যদি কারও সুখে তব সুখ জাগে,

তার দুঃখেতে দুখ~

আঁখি মুদে কিম্বা খুলে 

সম্মুখেতে দোলে সদা একই সে মুখ।

যদি কারও কথা ভেবে পাও ব্যথা,

জাগে তারই কথা প্রতিক্ষণে ~

তবে জেনো বাসা বাঁধে ভালোবাসা তব হৃদয়ের কোণে।

কারও লাগি মন,উতলা এমন,

 ছুটে যেতে চাও কাছে? 

মনে হয় বুঝি,পাবে তুমি খুঁজি,

যত সুখ সেথা আছে? 

কত কথা বুকে,ভাষা নেই মুখে,

বুক করে দুরু দুরু।

বুঝিবে তখন প্রেমের আবেশ

ভালোবাসার এই শুরু।

----------------♥--------------

কপিরাইট ©মলয় চন্দন মুখার্জ্জী