Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলকাতায় পাড়ি দিল পূর্ব মেদিনীপুর জেলার করোনা জয়ীরা

রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করণা আক্রান্তদের পরিষেবায় প্রশিক্ষণ নিতে কলকাতায় পাড়ি দিল পূর্ব মেদিনীপুর জেলার ৯ জন করোনা জয়ী। শুক্রবার তমলুকের জেলাশাসকের দপ্তরে এক প্রেস বিবৃতিতে এমনই জানালেন জেলার প্রশাসনিক কর্ত…


 রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করণা আক্রান্তদের পরিষেবায় প্রশিক্ষণ নিতে কলকাতায় পাড়ি দিল পূর্ব মেদিনীপুর জেলার ৯ জন করোনা জয়ী। শুক্রবার তমলুকের জেলাশাসকের দপ্তরে এক প্রেস বিবৃতিতে এমনই জানালেন জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরা।সেইসঙ্গে আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ইচ্ছুক ব্যক্তিদেরও এই করো না যোদ্ধা হিসেবে পরিষেবা দিতে আহ্বান জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, জেলা পুলিশ সুপার  , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল, তথ্য ও সংস্কৃতি বিভাগের জেলা আধিকারিক গিরিধারী সাহা প্রমূখ। সেখানেই জেলার বর্তমান করো না পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন আধিকারিকরা। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় মেছোগ্রাম বড়মা করো না হাসপাতাল থেকেই প্রায় 700 জন করো না কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।যাদের মধ্যে 9 জন স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে করো না আক্রান্তদের পরিষেবা দিতে রাজি হয়েছেন। সেইমতো ইতিমধ্যেই তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারা কর্ণ রোগীদের পরিষেবা য় স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অংশ নিতে পারবেন। এদিকে জেলার প্রায় 80 শতাংশ আক্রান্তদের হোমে রাখার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। সেইমতো জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র তে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা পরিষেবা দিতে তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য কর্তারা। সেই সঙ্গে করো না জয়ী ইচ্ছুক ব্যক্তিদের করনা যোদ্ধা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানানো প্রশাসন। প্রশাসনিক কর্তারা আরও জানিয়েছেন, জেলায় দ্রুত রোগ নিরাময়ে ইতিমধ্যেই প্রায় 60 হাজার কোভি ড টেস্ট করা হয়েছে। সেই সঙ্গে জেলাতেই নতুন করে একটি করো না পরীক্ষার জন্য ল্যাব চালু তো ব্যবস্থা নেওয়া হয়েছে।পাশাপাশি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পালস অক্সিমিটার এর ব্যবস্থা করা হয়েছে। সব টেস্ট সংগ্রহের জন্য দুটি ভ্রাম্যমান গাড়ি জেলায় রয়েছে। কাজেই আক্রান্তদের পরিষেবায় 24 ঘন্টায় সতর্ক রয়েছেন প্রশাসনিক কর্তারা। জেলাশাসক জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বড়মা, চন্ডিপুর তিনটি করনা হাসপাতাল এ উপযুক্ত পরিষেবা মিলছে। আগামী দিনে শ্বাসকষ্টজনিত সমস্যা বা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে এই হাসপাতাল গুলিকে আরো বেশি করে ব্যবহার করা হবে।