Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনে সুফল বাংলা স্টল খোলা

*লকডাউন এর তমলুক শহরের যখন সমস্ত দোকানপাট বন্ধ। তখন জেলাশাসকের দপ্তরে সামনেই সুফল বাংলা স্টল খুলে কেনাবেচা চলছে পুরোদমে।।*
আগস্ট এর দ্বিতীয় দিনে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত দোকানপাট বন্ধ। রাস্তাঘা…

   *লকডাউন এর তমলুক শহরের যখন সমস্ত দোকানপাট বন্ধ। তখন জেলাশাসকের দপ্তরে সামনেই সুফল বাংলা স্টল খুলে কেনাবেচা চলছে পুরোদমে।।*


আগস্ট এর দ্বিতীয় দিনে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত দোকানপাট বন্ধ। রাস্তাঘাট প্রায় শুনশান। জরুরী কাজে কিছু মানুষ বাইরে বেরিয়েছে।পূর্ব মেদনীপুর জেলাশাসকের দপ্তর এর সামনেই সুফল বাংলা স্টল খোলা রয়েছে। তা নিয়েই প্রশ্ন উঠছে নানা মহলে। কিভাবে লক ডাউন এর মধ্যে ছাড় পেল সুফল বাংলা স্টল। সুফল বাংলা স্টল এর বিক্রেতা জানালেন সরকারি ছাড়পত্র রয়েছে। সেই কারণেই খোলা রাখা হয়েছে।সকাল থেকে মানুষজন কেনাকাটা করতে তমলুকের সুফল বাংলা স্টল এ আসেন।ক্রেতারা জানাচ্ছেন লকডাউন এর কারণে তমলুক শহরের সমস্ত দোকানপাট বন্ধ, ফলে সুফল বাংলা স্টল খোলা থাকার কারণেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছেন। জেলাশাসক পার্থ ঘোষ ফোনে জানালেন সরকারি ছাড়পত্র রয়েছে। তবে সুফল বাংলা স্টল খোলার যে ছাড়পত্র রয়েছে সেটা চলতি বছরের মার্চ মাসের নির্দেশ। মারণ ভাইরাস ছড়ানোর বিরুদ্ধে লড়তে তমলুক শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে তখন কি করে সুফল বাংলা স্টল খোলা থাকতে পারে?